দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেনী হতে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করছে উপজেলার সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমির ৩ জন মেধাবী শিক্ষার্থী।
তারা হলেন, নরসিংপুর গ্রামের মফিজ উদ্দিন’র পুত্র সৈয়দ মোহাম্মদ সাদী, ঘিলাছড়া গ্রামের মনিরুজ্জামান’র পুত্র মোশারফ হোসেন বুরহান ও শিহাব উদ্দিন খসরু’র পুত্র শিহরাতুল সারওয়ার রাহি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার নরসিংপুরে অবস্থিত আল মদিনা একাডেমি ক্যাম্পাসে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তি’র সনদ ও ক্রেষ্ট তুলে দেন একাডেমির পরিচালক রফিকুর রহমান।
এর আগে আল মদিনা একাডেমির এই ৩জন কৃতি শিক্ষার্থী পঞ্চম শ্রেনী হতে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা নসকস কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় ও জাতীয় মাসিক শিশু কিশোর পত্রিকা- কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের এমন সাফল্যে অভিভাবক মহলে যেমন বেশ উৎফুল্লতা দেখা দিয়েছে, তেমনি অনুপ্রাণিত হচ্ছে আল মদিনা একাডেমির অন্যান্য শিক্ষার্থীরা
এতে একাডেমি কর্তৃপক্ষ মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন।পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।