দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
হাওর প্রধান জেলা সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় এবারও বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। কৃষকদের দ্বারা গঠিত পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) মাধ্যমে প্রায় শত কোটি টাকা দিয়ে নির্মিত হবে হাওরের ফসলরক্ষা বাঁধ।
রবিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নাইন্দার হাওরের ফসল রক্ষা বাঁধের পিআইসি কমিটির মাধ্যম সদর ইউনিয়নের ফোল্ডার ২ ফসল রক্ষা বাঁধের মাটি কেটে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেগের নিগার তনু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ,
সুনামগঞ্জ জেলা বিএনপি-র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল বারী,
উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদ হোসেন(মেম্বার) দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহাব উদ্দিন শিহাব, উপকারভোগী কৃষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।