নিজস্ব প্রতিবেদক:(দিরাই) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা ডি এস এস প্রি ক্যাডেট একাডেমি,র বার্ষিক পরীক্ষার ফলাফল ও ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরুষ্কার বিতরনী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার(৩১ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় একাডেমির মিলনায়তন হলে
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব শাহজাহান সিরাজ,র সভাপতিত্বে বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল রাজিয়া বেগম শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমিক সুপার জনাব মোস্তাহার মিয়া মোস্তাক, ভাইস প্রিন্সিপাল অনুপম দাস। অনুষ্ঠানে প্রায় দুইশতাধিক ছাএ ছাএী ও অভিভাবক দের নিয়ে একাডেমির মিলনায়তন হলে আয়োজন টি সম্পন্ন হয়। এ সময় অএ প্রতিষ্ঠানের ছাএ ছাএী ও অভিভাবক দের পাশাপাশি সাংবাদিক এমরান হোসেন আবু হানিফ চৌধুরী বদরুদ্দোজা বদরুল মাইদুল ইসলাম সোহাগ আবদুল্লাহ রাজী গোলাম জিলানী সহ অনেকেই উপস্থিত ছিলেন , আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ডি এস এস প্রি ক্যাডেট একাডেমির চেয়ারম্যান সহ তার সকল সহকারী শিক্ষক শিক্ষিকা কাজ করে যাচ্ছেন বলে জানান এবং প্রতিটি শিশু যাহাতে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ধর্মীয় মূল্যবোধ কে কাজে লাগিয়ে মানুষের মত মানুষ হয়ে নিজ পরিবার থেকে সমাজ পরিশেষে রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যেতে পারে সে লক্ষ্যেই ডি এস এস প্রি ক্যাডেট একাডেমি কাজ করে যাচ্ছে বলে তিনি জানান , এবং আগামী ১ লা জানুয়ারী তে সকল শ্রেণির ছাএ ছাএী দের কে বই উৎসবে যোগ দিয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বই নিশ্চিত করার আহবান করা হয় , উল্লেখ যোগ্য যে ডি এস এস প্রি ক্যাডেট একাডেমি তে প্রি নার্সারী হইতে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান সেবা প্রদান করা হয় ,,