শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস (৬৯) গ্রেফতার হয়েছেন। তিনি শাল্লা থানাধীন আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামের স্থায়ী বাসিন্দা। গতকাল ৬ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় শাল্লা থানাধীন ঘুঙ্গিয়ারগাঁও বাজার এলাকায় শাল্লা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, সুনামগঞ্জ সদর মডেল থানায় গত ৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলায় অবনী মোহন দাসকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।