মধ্যনগর উপজেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আজ ০৯/০১/২০২৫ দুপুর ১২ ঘটিকায় মধ্যনগর উপজেলার উন্নয়ন ভাবনা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালার আলোচ্য বিষয় ছিলো মধ্যনগর উন্নয়নের জন্য সল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি উন্নয়নের বিষয়ে মতামতে ভিত্তিতে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিষয়ক মাননীয় উপদেষ্টা ডাক্তার বিধান রায় পোদ্দার মহোদয়ের নিকট উপস্থাপন করা হবে।উক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন প্রিন্ট মিডিয়া, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,শিক্ষক প্রতিনিধি, থানা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ব্যবসায়িক প্রতিনিধি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।