স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা আমীর অধ্যাপক মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ -৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামসউদদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ রুহুল আমীন, জামাল উদ্দিন, ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।