স্টাফ রিপোর্টার:
শান্তিগঞ্জ উপজেলার ভাতগাঁও জামে মসজিদে জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান শেষে ভিন্নধর্মী গণসংযোগ করেছেন মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী হযরত মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী।শুক্রবার(২৯আগস্ট) জুম্মার
নামাজের পূর্বেই ভাতগাঁও এলাকার সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে তিনি খুতবা প্রদান ও ইমামতি শেষে ভমবমি বাজারে গণসংযোগে অংশ নেন।
প্রচলিত রাজনীতির প্রচার-প্রচারণার ধারা থেকে আলাদা এই গণসংযোগে তিনি সরাসরি ব্যবসায়ী, দোকানদার ও শ্রমজীবী মানুষের সঙ্গে বসে তাদের খোঁজখবর নেন এবং সমস্যা-অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। শুধু ভোটের সমর্থন প্রার্থনা নয়, বরং জনগণের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় ও সম্পর্ক গড়ে তোলাই ছিল তার মূল উদ্দেশ্য।
স্থানীয়রা জানান, প্রচলিত রীতির মতো মাইকিং, শ্লোগান বা শোভাযাত্রা নয়—বরং সাধারণ মানুষের সাথে মিশে, তাদের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে গ্রহণ করার মধ্য দিয়েই তিনি গণসংযোগকে ব্যতিক্রম রূপ দিয়েছেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ, সিনিয়র সহসাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান,উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আকমাল হোসাইন, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহমুদ, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরীসহ স্থানীয় মুসল্লি ও নানা শ্রেণি-পেশার মানুষ।
ফুলেল শুভেচ্ছা ও হৃদ্যতাপূর্ণ গণসংযোগে ভমবমি বাজারে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।