স্টাফ রিপোর্টার:
সমাজে যখন হানাহানি, বিবাদ ও গোষ্ঠীগত দ্বন্দ্ব বেড়ে চলেছে, তখন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শান্তিগঞ্জ উপজেলার গাজিনগর গ্রামের সাতঘরিয়া গোষ্ঠী। পরস্পরের মধ্যে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতে তারা আয়োজন করেছে এক দিনব্যাপী আনন্দ ভ্রমণের।
বুধবার(১৭সেপ্টেম্বর)সকাল ৮ঘটিকায় গাজিনগর থেকে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করে গোষ্ঠীর সদস্যরা। গন্তব্য ছিল সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জাফলং। ভ্রমণে শিশু, কিশোর, তরুণ ও বয়স্ক সবাই অংশগ্রহণ করেন। নানা আয়োজন ভ্রমণকে প্রাণবন্ত করে তোলে।
এই আনন্দ ভ্রমণের নেতৃত্ব দেন জিয়াউর রহমান, আজমল হোসেন, মিলন মিয়া, মারজান আহমদ, সওার মিয়া, জুয়েল, হাবিল, আরমান, তসলিম উদ্দিন, মুসা, লুতফুর মিয়া, রুবেল, ইমরান, ইমন, মাহি, ফিয়াস ও মারজান মিয়া।
গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মূল উদ্দেশ্য শুধু বিনোদন নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করা। এক অংশগ্রহণকারী বলেন, “এটা শুধু ভ্রমণ নয়, নিজেদের মধ্যে বোঝাপড়ার দিন। আমরা চাই একে অপরের কথা শুনি, বুঝি ও পাশে থাকি।”
বিদেশে অবস্থানরত গোষ্ঠীর সদস্যরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানিয়েছেন, দূরে থেকেও মনেপ্রাণে আছেন এই আয়োজনে এবং ভবিষ্যতে দেশে এসে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন।
ভ্রমণ শেষে গোষ্ঠীর নেতারা একে অপরকে ধন্যবাদ জানান এবং ঐক্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “শান্তি চাইলে আগে পরিবার ও গোষ্ঠীতে শান্তি আনতে হবে। আমাদের এই ছোট উদ্যোগ হয়তো অন্যদের অনুপ্রেরণা জোগাবে।”
এ ধরনের উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা দেয় — সহমর্মিতা, সম্প্রীতি ও ভালোবাসাই পারে সামাজিক শান্তি ফিরিয়ে আনতে।