গত দুটো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকারের ওপর হস্তক্ষেপ করে নির্বাচন থেকে জনগণকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ফলে দেশ পরিচালিত হচ্ছে তথাকথিত নির্বাচনের মাধ্যমে জনগণের অভিপ্রায়বিহীন, সমর্থনবিহীন ও সম্মতিবিহীন কর্তৃত্ববাদী সরকার দ্বারা। নির্বাচনবিহীন সরকার রাষ্ট্রের দুর্ভাগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন
গতকাল বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস ও ঐতিহাসিক ১৬ ডিসেম্বর উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জেএসডির সহসভাপতি একেএম মিজানুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা কেএম জাবির, এসএম আনছার উদ্দিন, মোশারফ হোসেন, এমএ ইউসুফ, মোশারফ হোসেন মন্টু, মো. মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সি, কামাল উদ্দিন মজুমদার সাজু, কামরুল আহসান অপু, খলিলুর রহমান, তৌফিক-উজ-জামান, আবুল কালাম, আবদুল মোত্তালেব মাস্টার, এমএ আউয়াল, মোহাম্মদ এহসান উল্লাহ ও মোহাম্মদ মোস্তাক প্রমুখ।
আ স ম রব বলেন, জনগণের কর্তৃত্বকে অস্বীকার করে ক্ষমতা ধরে রাখার অপরাজনীতি মুক্তিযুদ্ধের রাষ্ট্রে আর চলতে দেওয়া যায় না। তাই সরকারের অপসারণসহ সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীন নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের অনিবার্যতায় ১০ দফা উত্থাপন করা হয়েছে।