ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক কে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করে Logo দিরাইয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার Logo তুফানে উড়ে গেল ভূমিহীন পরিবারের ঘর,নেই মাথা গোঁজার ঠাঁই Logo দোয়ারাবাজারে ঘিলাতলী ব্রিজে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি।। দূর্ভোগ চরমে Logo জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা Logo সিলেটে ৪৮ বিজিবি কর্তৃক ২ কোটি ৫৫ লক্ষ টাকার চোরাই পণ্য আটক Logo বিএনপির নেতা-কর্মীদের জুলুম-নিপীড়ন করে ধ্বংস করার প্রক্রিয়া করেছিল —–মিজানুর রহমান চৌধুরী Logo ট্রাইবেকারে জিতে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে Logo অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার Logo শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যারিষ্টার আনোয়ারের নগদ অর্থ ও কাপড় বিতরণ

আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

আবারও ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তৃতীয় দফায় ক্ষমতায় বসলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সরকার নিয়ে অনাস্থা ভোট হয়। এতে জয়ী হন নেতানিয়াহু। ১২০ সদস্যের নেসেটে তার নতুন সরকারের পক্ষে ভোট দেন ৬৩ জন। বিপক্ষে ভোট পড়ে ৫৪টি।

ভোটাভুটির পরপরই শপথগ্রহণ করেন কট্টর ডানপন্থী এ নেতা। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু।

প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর নেতানিয়াহু ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতাদের অনেকে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কাজ করবেন। ফিরে আসা ডানপন্থি এই নেতাকে তার ‘বন্ধু’ বলে অভিহিত করেছেন বাইডেন। তবে ফিলিস্তিনিদের সঙ্গে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে এমন নীতির বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ, যিনি কয়েক দশক ধরে আমার বন্ধু ছিলেন।’
ইরানের হুমকিসহ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মুখোমুখি অনেক চ্যালেঞ্জ মোকাবিলা ও যৌথভাবে কাজ করার কথাও বলেন বাইডেন।

অপরদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহুকে। ক্রেমলিন জানিয়েছে, দুদেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করার ইঙ্গিতও দিয়েছেন পুতিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টুইটারে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক কে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করে

আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

আপডেট সময় ০৩:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

আবারও ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তৃতীয় দফায় ক্ষমতায় বসলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সরকার নিয়ে অনাস্থা ভোট হয়। এতে জয়ী হন নেতানিয়াহু। ১২০ সদস্যের নেসেটে তার নতুন সরকারের পক্ষে ভোট দেন ৬৩ জন। বিপক্ষে ভোট পড়ে ৫৪টি।

ভোটাভুটির পরপরই শপথগ্রহণ করেন কট্টর ডানপন্থী এ নেতা। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু।

প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর নেতানিয়াহু ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতাদের অনেকে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কাজ করবেন। ফিরে আসা ডানপন্থি এই নেতাকে তার ‘বন্ধু’ বলে অভিহিত করেছেন বাইডেন। তবে ফিলিস্তিনিদের সঙ্গে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে এমন নীতির বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ, যিনি কয়েক দশক ধরে আমার বন্ধু ছিলেন।’
ইরানের হুমকিসহ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মুখোমুখি অনেক চ্যালেঞ্জ মোকাবিলা ও যৌথভাবে কাজ করার কথাও বলেন বাইডেন।

অপরদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহুকে। ক্রেমলিন জানিয়েছে, দুদেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করার ইঙ্গিতও দিয়েছেন পুতিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টুইটারে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।