চীনে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য জিয়াংশি প্রদেশে রোববার (৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, নানচাং কাউন্টিতে সকালে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। উদাসীনতা আর যানবাহন নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।
গত সেপ্টেম্বরে, দক্ষিণ-পশ্চিম গুইঝো প্রদেশের কোয়ারেন্টাইন সুবিধার আওতায় থাকা একটি বাস উল্টে ২৭ জনের মৃত্যু হয়েছিল।