নিজেই নিজের আপন
কলমেঃ আব্দুর রহমান নয়ন
যত বুঝতে শিখেছি,তত শান্ত হয়েছি।
যত জানতে শিখেছি,তত বিনয়ী হয়েছি।
যত দেখতে শিখেছি,তত অন্ধ হয়েছি।
যত শুনতে শিখেছি,তত বোবা হয়েছি।
যত ক্ষমা করেছি,তত পুনঃ আঘাত পেয়েছি।
যত ভদ্র হয়েছি,তত দুর্বল ভাবতে দেখেছি।
যত ছাড় দিয়েছি,তত পেয়ে বসতে দেখেছি।
যত উপকার করেছি,তত বাঁশ খেয়েছি।
যত হোঁচট খেয়েছি,তত হাঁটতে শিখেছি।
যত হেরে গিয়েছি,তত আত্মবিশ্বাসী হয়েছি।
যত যুদ্ধ করেছি,ততো শক্ত হয়েছি।
যত মানুষ চিনেছি,তত একা হয়েছি।
যত মেনে নিয়েছি,তত হাঁপিয়ে ওঠেছি।
যত ভুলতে পেরেছি,তত ভালো থেকেছি।
যত বাস্তবতা দেখেছি,তত নিয়তিকে মেনেছি।
যত উপলব্ধি করেছি, তত মানতে শিখেছি-
যত বিপদে পরেছি, তত আপন জন কে চিনেছি।
যত গরিব দুঃখী মানুষের কাছে গিয়েছি,
তত বেশি তাদের অঘোচালো জীবন অনুভব করেছি।
পরিশেষে নিজেই নিজের আপন হয়েছি।