প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘রাষ্ট্রের তিনটি অঙ্গ হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ। এ তিনটির কোনও একটি অঙ্গ যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সবাই মিলে বিচার বিভাগকে আরও গতিশীল করতে হবে।’রবিবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।প্রধান বিচারপতি আরও বলেন, ‘আইনজীবীরা আদালতের অংশ। তাদের মধ্যে সহিংসতা দেখা দিলে আইন প্রতিষ্ঠা সম্ভব হবে না। তাতে গণতন্ত্রের ক্ষতি হবে।’ তিনি বলেন, ‘ফরিদপুর আদালতে এ বছর মামলার ফাইলিং হয়েছে ২৫ হাজার ৫৫৭টি। আর মামলার ডিস পোসাল হয়েছে ২৯ হাজারেরও বেশি, এটা একটি ভালো দিক।’এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক জাহিদ বেপারী বক্তব্য দেন। এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ফরিদপুর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী এবং বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা
,
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










বিচার বিভাগকে আরও গতিশীল করতে হবে: প্রধান বিচারপতি
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৪:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- ৬১৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ