কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় ২০ কেজি কারেন্ট জাল এবং একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।তিনি জানান, সোমবার রাতে টেকনাফের ন্যাচারি পার্ক এলাকা দিয়ে মাদকের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদে অভিযান চালানো হয়। রাত ১২টার দিকে দুই ব্যক্তিকে কাঠের নৌকা করে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশি করে জালের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও ২০ কেজি কারেন্ট জালসহ কাঠের নৌকাটি জব্দ করা হয়।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










টেকনাফে ১ কেজি আইস ও ইয়াবা জব্দ
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- ৬০২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ