প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জের আদালতে মামলা করা হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে মামলাটি করেন।আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউনুস খান মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী অতিরিক্ত দ্রুত বিচারিক আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আতিকুল হক বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে আবু সাঈদ চাঁদকে প্রধান করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।মামলার সংক্ষিপ্ত এজাহারে জানা গেছে, শুক্রবার (১৯ মে) আবু সাঈদ চাঁদ রাজশাহীর পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন। যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।বাদীর আইনজীবী আতিকুল হক বুলবুল বলেন, দেশের শান্তিশৃঙ্খলা যাতে নষ্ট না হয় এবং প্রধানমন্ত্রীর জানমালের নিরাপত্তা রক্ষায় সৈয়দ আশফাকুল ইসলাম টিটু আইনের আশ্রয় নিয়েছেন।বাদী বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই বক্তব্য দিয়েছে। তাই ওই বিএনপি নেতাকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।উল্লেখ্য, বিএনপির ওই নেতার এই বক্তব্যের পর শুধু রাজশাহীতেই তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে। আর দেশের বিভিন্ন জেলায়ও মামলা হচ্ছে। এদিকে, তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা
,
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










বিএনপির চাঁদের বিরুদ্ধে এবার কিশোরগঞ্জে মামলা
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৭:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- ৫৮১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ