ঢাকা , বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo শান্তিগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়  Logo সুনামগঞ্জের জিল্লুর রহমান সহ ছয় অতিরিক্ত সচিবকে ওএসডি Logo দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে Logo ল্যাব সংস্কারের টাকা আত্মসা শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে শিক্ষার্থীদের বিক্ষোব! Logo শান্তিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo অনৈতিক প্রস্তাবে রাজি নয়, বিধবা কার্ড বাতিলের অভিযোগ Logo বিশ্বম্ভরপুর উপজেলায় সীমান্তিকের উদ্যাগে বিশ্ব গর্ভনিরোধ দিবস উদযাপন Logo সিলেটে পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার নিহত Logo পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃআলী নেওয়াজের ইন্তেকাল

বিএনপির চাঁদের বিরুদ্ধে এবার কিশোরগঞ্জে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জের আদালতে মামলা করা হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে মামলাটি করেন।আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউনুস খান মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী অতিরিক্ত দ্রুত বিচারিক আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আতিকুল হক বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে আবু সাঈদ চাঁদকে প্রধান করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।মামলার সংক্ষিপ্ত এজাহারে জানা গেছে, শুক্রবার (১৯ মে) আবু সাঈদ চাঁদ রাজশাহীর পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন। যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।বাদীর আইনজীবী আতিকুল হক বুলবুল বলেন, দেশের শান্তিশৃঙ্খলা যাতে নষ্ট না হয় এবং প্রধানমন্ত্রীর জানমালের নিরাপত্তা রক্ষায় সৈয়দ আশফাকুল ইসলাম টিটু আইনের আশ্রয় নিয়েছেন।বাদী বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই বক্তব্য দিয়েছে। তাই ওই বিএনপি নেতাকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।উল্লেখ্য, বিএনপির ওই নেতার এই বক্তব্যের পর শুধু রাজশাহীতেই তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে। আর দেশের বিভিন্ন জেলায়ও মামলা হচ্ছে। এদিকে, তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বিএনপির চাঁদের বিরুদ্ধে এবার কিশোরগঞ্জে মামলা

আপডেট সময় ০৭:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জের আদালতে মামলা করা হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে মামলাটি করেন।আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউনুস খান মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী অতিরিক্ত দ্রুত বিচারিক আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আতিকুল হক বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে আবু সাঈদ চাঁদকে প্রধান করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।মামলার সংক্ষিপ্ত এজাহারে জানা গেছে, শুক্রবার (১৯ মে) আবু সাঈদ চাঁদ রাজশাহীর পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন। যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।বাদীর আইনজীবী আতিকুল হক বুলবুল বলেন, দেশের শান্তিশৃঙ্খলা যাতে নষ্ট না হয় এবং প্রধানমন্ত্রীর জানমালের নিরাপত্তা রক্ষায় সৈয়দ আশফাকুল ইসলাম টিটু আইনের আশ্রয় নিয়েছেন।বাদী বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই বক্তব্য দিয়েছে। তাই ওই বিএনপি নেতাকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।উল্লেখ্য, বিএনপির ওই নেতার এই বক্তব্যের পর শুধু রাজশাহীতেই তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে। আর দেশের বিভিন্ন জেলায়ও মামলা হচ্ছে। এদিকে, তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।