ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo জগন্নাথপুরে জুলাই বিপ্লব ২৪ ডটকম এর আত্ম প্রকাশ Logo শান্তিগঞ্জে ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তির পরীক্ষা কাল শনিবার (৩০ নভেম্বর) Logo শান্তিগঞ্জে হাওরের ১০০ বছর ও আমাদের করণীয় শীর্ষক কর্মশালা Logo মধ্যনগরে আওয়ামী লীগ নেতার দখল থেকে সরকারী ভুমি পুনরুদ্ধার Logo সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগর গ্রামের সাজ্জাতুলের বাড়িঘরে হামলা,ভাংচুর লুটপাঠসহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ভাংচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত -নিহতদের স্মরণে দোয়ারাবাজারে স্মরণ সভা অনুষ্ঠিত Logo অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্র গোপন বৈঠকে থাকা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার জেলা ছাত্রলীগের সহ সভাপতি Logo শান্তিগঞ্জে বিনামূল্যে গরু বিতরণের লক্ষ্যে অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ Logo দোয়ারাবাজারে সরকারি গাছ কর্তন।। জব্দ করলো প্রশাসন Logo শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

‘সাকা চৌধুরী যুদ্ধাপরাধী নয়’ বলায় মামলা খেলেন বন গবেষণার পরিচালক

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না বলে মন্তব্য করায় চট্টগ্রামে অবস্থিত বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়।

আদালতের বিচারক মো. জহিরুল কবির মামলাটি গ্রহণ করে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) মামলাটি করেন নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসাইন।

মামলার এজাহারে বলা হয়, বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন। বৈঠকের এক পর্যায়ে তিনি দাবি করেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না। তার দোষ তিনি শেখ হাসিনাকে সংসদে দাঁড়িয়ে আঘাত করেছেন।’ এ সংক্রান্ত প্রায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে বলেও এজাহারে বলা হয়।

এ বিষয়ে গত ১৯ এপ্রিল ও ২৮ মার্চ দুটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বাদী সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পি পি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এ ধরনের কোনও কথা বলিনি। এ অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমার এখানকার কিছু লোকের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম। তারাই মূলত এসব বানোয়াট-ভিত্তিহীন কথা প্রচার করছে।’

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি। আমার চাকরি আছে মাত্র চার মাস।’

জেলা পি পি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে জুলাই বিপ্লব ২৪ ডটকম এর আত্ম প্রকাশ

‘সাকা চৌধুরী যুদ্ধাপরাধী নয়’ বলায় মামলা খেলেন বন গবেষণার পরিচালক

আপডেট সময় ০৫:১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না বলে মন্তব্য করায় চট্টগ্রামে অবস্থিত বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়।

আদালতের বিচারক মো. জহিরুল কবির মামলাটি গ্রহণ করে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) মামলাটি করেন নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসাইন।

মামলার এজাহারে বলা হয়, বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন। বৈঠকের এক পর্যায়ে তিনি দাবি করেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না। তার দোষ তিনি শেখ হাসিনাকে সংসদে দাঁড়িয়ে আঘাত করেছেন।’ এ সংক্রান্ত প্রায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে বলেও এজাহারে বলা হয়।

এ বিষয়ে গত ১৯ এপ্রিল ও ২৮ মার্চ দুটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বাদী সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পি পি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এ ধরনের কোনও কথা বলিনি। এ অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমার এখানকার কিছু লোকের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম। তারাই মূলত এসব বানোয়াট-ভিত্তিহীন কথা প্রচার করছে।’

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি। আমার চাকরি আছে মাত্র চার মাস।’

জেলা পি পি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’