ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগিতায়, গরীব দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার একটি হল রুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধর্মপাশা উপজেলার সভাপতি মাওলানা মাইন উদ্দিন নাহিদের সভাপতিত্বে ও জহিরুল ইসলাম রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলার সভাপতি মাওলানা বোরহান উদ্দিন,ও সাবেক উপদেষ্টা মাষ্টার আব্দুল কাদির,পেশাজীবি সংগঠনের দায়িত্বশীল আনিসুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধর্মপাশা উপজেলার সভাপতি মিসবাহুজ্জামান রিহাদ ও সেক্রেটারী রিদুয়ানুল হক সহ আরো অনেকেই।
এসময় তারা বলেন, সমাজের বিত্তশালী লোকজন এগিয়ে এলে এরক অসহায় মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন তারা।তাই সকলের প্রতি আহবান তাদের পাশে দাড়ানো।