স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ ফেব্রুয়ারী) বিকেলে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হৃদয় কুমার সরকার এবং জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাশ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আলী চৌধুরী(শাহ আলম) প্রমুখ৷
এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাশ, সহকারী শিক্ষক লাকি ভদ্র, মো. সাইদুল ইসলাম কলি আক্তার, শ্রীবাস সুত্রধর, আবু সাঈদ চৌধুরী, সাদ্দাম হোসেন, আনু মিয়া, প্রাক্তন শিক্ষার্থী মারজান আহমদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও ইউপি সদস্য মাসুক আলি, তানভীর আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক চৌধুরী, সৈয়দ আপ্তাব আলী ও আক্কাস মিয়াসহ আরও অনেকে।
ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দাতা বিশিষ্ট ব্যবসায়ী মো. মোহাজ্জিল হোসেন চৌধুরী ও ফ্রান্স প্রবাসী আব্দুল গফফার৷ আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷