স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী) বিকেলে দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন৷
দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক এবং সহ-সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাজী জালাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর, সদস্য শহিদুল ইসলাম মুন্সি, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা ফয়জুল করিম, মকুল মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আকলুছ মিয়া প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।