স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরী বের করা হয়। প্রভাতফেরীটি গনিগঞ্জ বাজারের
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বিদ্যালয়ের হল কক্ষে এক আলোচনা সভায় সহকারী প্রধান শিক্ষক শাহ-মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সহকারী শিক্ষক এস এম ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন দাশ, মোঃআল মোজাহিদ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সহকারী
শিক্ষক মনোরঞ্জন দাশের নির্দেশনায় শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটিকা, কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন সহকারী প্রধান শিক্ষক শাহ-মোহাম্মদ কামরুজ্জামান। পরে সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।