স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ, ৮ মার্চ ২০২৫ (শনিবার) – খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার বার্ষিক সাধারণ সভা ও পুনর্গঠন অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। পৌর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা আলী খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আতাউল হক। নির্বাচনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী।
নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬ সেশন)
সভাপতি: মাওলানা আলী খান
সহ-সভাপতি: মাওলানা হাবিবুর রহমান, হাফিজ মাওলানা আবু তালহা, সৈয়দ রেজাউল হক, মো. জহিরুল ইসলাম
সাধারণ সম্পাদক: মাওলানা আতাউল হক
সহ-সাধারণ সম্পাদক: আবু হাদি, মাওলানা জহিরুল ইসলাম জামালগঞ্জী
সাংগঠনিক সম্পাদক: আবু মাহদী
সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুহাম্মদ আলী
বায়তুলমাল সম্পাদক: মাওলানা সাইফুল ইসলাম ফারুকী
প্রশিক্ষণ সম্পাদক: জিয়া বিন মদরিস
অফিস সম্পাদক: মো. সালমান খান
মহিলা বিষয়ক সম্পাদক: সাদিকা খাতুন বুশরা
নির্বাহী সদস্যরা:
মো. ফখর উদ্দিন, শাহ হোসাইন সুজন, মো. হারিছ আলী, কাজী কামরুল হাসান, গোলাম হোসেন রাজিব।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বক্তারা খেলাফত মজলিসের কার্যক্রমকে আরও বেগবান করতে সকল সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।