দিরাই-শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধি:
রোববার (১৬ মার্চ) সুনামগঞ্জের দিরাইয়ে ‘দিরাইয়ে কিশোরী ও শাল্লায় ছাত্রী ধর্ষণের চেষ্টাকারী এবং দেশের অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুদ্র মিজান বলেছেন, ধর্ষণের মতো ঘৃণিত কাজের শুরু হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারহীতার মধ্য দিয়ে। সেদিন নোয়াখালীতে নৌকায় ভোট না দেওয়ার কারণে গৃহবধূকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধর্ষণ করেছিল, আজ অবধি এর বিচার হয়নি।’
তিনি বলেন, ‘দেশে অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে, নারী-শিশু কেউ বাদ যাচ্ছে না। এর কারণ বিচারের মাধ্যমে কাউকে শাস্তি দেওয়া হচ্ছে না। ছয় মাসের মধ্যে বিচারের রায় হওয়ার কথা থাকলেও তা আরও দীর্ঘায়িত হচ্ছে। অপরাধীরা জামিনে বের হয়ে আবার অপরাধ করছে। ফলে ধর্ষণের মতো ভয়ানক অপরাধ করতেও ভয় পাচ্ছে না। ছয় মাস নয়, দুই মাসের মধ্যে ধর্ষণের বিচারকার্য সমাপ্ত করতে হবে।’
দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘঠনের সহ-সভাপতি সুবীর দাসের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুর আহমদ, নাগরিক কমিটির সদস্য উবায়দুল্লা তাহমিদ, দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘের সহকোষাধ্যক্ষ সম্পাদক রতন কুমার দাস, সহদপ্তর সম্পাদক অম্লান তালুকদার, প্রচার সম্পাদক রবিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বদরুজ্জামান, দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘ’র সহ সাংগঠনিক সম্পাদক টুটুল দাস টিটু, সহ সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ, দপ্তর সম্পাদক মো. দিদার রহমান, সদস্য অসিম চক্রবর্তী, হোসাইন আহমেদ, শাহিন শেখ প্রমুখ।