সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ-৪( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা পরবর্তী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গৌারাং ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা হাজ্বী মুক্তার আলীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারন সম্পাদক তোফাজ্জল হক সুমনের সঞ্চালনায় সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন মাওলানা শাহজাহান আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন, সনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম,বিএনপি নেতা আব্দুল মলিক,বিএনপি নেতা আকুল আলী,আয়ূব আলী মেম্বার,সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,বিএনপি নেতা শামসুল হক,বিএনপি নেতা সালেক মিয়া,জেলা তরুণ দলের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফুল মিয়া চেয়ারম্যান,সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমেদ,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,১ম যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম দিলু,যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম রাজ্জাকি কায়েছ,যুগ্ম আহবায়ক নুর উদ্দিন,সদস্য ওমর খৈয়াম,সুনামগঞ্জ পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম,যুগ্ম আহবায়ক আকবর আলী, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষকদলের আহবায়ক ইকবাল হোসেন,পৌর কৃষকদলের আহবায়ক রুমেন আহমদ,জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সুজন মিয়া, জেলা সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজব্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক নুরুল আলম,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের মনাজ্জির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া,যুগ্ম আহবায়ক শাহজাহান, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌর ও ,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেছেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। তিনিই প্রথম দেশের অসহায়,দরিদ্র,কৃষক,শ্রমিক জনতাকে উৎসাহিত করতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে খাল খনন কর্মসূচী শুরু করেছিলেন। কিন্তু একটি কুচক্রী মহল স্বাধীনতার ঘোষককে হত্যা করে ভেবেছিলে বিএনপিকে চিনদিনের জন্য ধবংস করে দিবে।
কিন্ত তার পত্নী বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরে এই দেশের শাসনভাব আপামর জনগন তার হাতে তুলে দিয়েছিলেন। তিনি দেশে বিএনপির শাসনামলে দেশকে সার্বিক ক্ষেত্রে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তৎকালীন ফ্যাসিস আওয়ামীলীগ ও জামায়াতে ইসলামী মিলে সরকারকে উৎখাতের ষড়যন্ত্র শুরু করে। তখন খালেদা জিয়া দেশের জনগনের কথা চিন্তা করে একজন তত্বাবধায়ক সরকারের হাতে সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশের শাসনভার নিয়ে আমাদের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়ার পরার্মশ দিলেও তিনি জনগনকে ছেড়ে কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি বলেই তৎকালীন মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের সরকার তাকে গ্রেফতার করে কারাবন্দী করেন। কিন্তু খালেদা জিয়া কোনদিন দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেননি বলেই তিনি অন্যায়ের সাথে কখনো আপোশ করেননি। বক্তারা আরো বলেন বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, তাই দলের নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে এজন্য দলে গ্রপিং আর কাদাঁ ছুড়াছুড়ি করে দলের ঐক্যর পরিবর্তে অনৈক্য সৃষ্টি করলে দল ক্ষতিগ্রস্থ হবে। আর দল ক্ষতিগ্রস্থ হলে আমার আপনার কোন অস্তিত্ব থাকবে না। কাজেই এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভূলে ঐক্যের মাধ্যমে দলকে আরো বেশী শক্তিশালী করে সারাদেশে বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সরকার গঠনের সুযোগ সৃষ্টি করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তারা আরো বলেন,বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতিক সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদসম্য এ্যাডভোটেক নুরুল ইসলাম নুরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ ( সদর ও বিশ^ম্ভরপুর) আসনে এড.নুরুল ইসলাম নুরুলকে এই ধানের শীষের মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত বলে দাবী করেন। তাই এই আসনে এড. নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করতে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারুন্যের অহংকার আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট বক্তারা জোর দাবী জানান। পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকা
,
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










সুনামগঞ্জে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড.নুরুলের সমর্থনে গৌরারং ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
-
আমিনুর রহমান পরান
- আপডেট সময় ০৮:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- ৫৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ