স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারি)-২০২৫ উপলক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এক প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই ব্রিফিং আয়োজন করা হয়। ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। এ সময় তিনি টিআরসি নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত অফিসার ও ফোর্সদের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম পরিচালনার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা প্রদর্শনের নির্দেশ দেন।
এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ জেলা) প্রবাস কুমার সিংহ এবং অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল, সিলেট জেলা) মো: শাহ আলমসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আগামী ৬ থেকে ৮ এপ্রিল ২০২৫ খ্রি. পর্যন্ত সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে টিআরসি নিয়োগ পরীক্ষার আওতায় প্রার্থীদের কাগজপত্র যাচাই, শারীরিক মাপ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।