স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে।২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে আজমল হুসেনকে পাথারিয়া ইউনিয়ন জামায়াতের শ্রমিক কল্যাণ সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া সর্বসম্মতিক্রমে মোঃ শেকুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।গত শনিবার (২৬ এপ্রিল ) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া বাজার শাখার জামায়াতের কার্যালয়ে কমিটি গঠন পূর্ব অনুষ্ঠিত ইউনিয়ন সমাবেশে প্রধান অতিথি ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃশমশের আলী ।বিশেষ অতিথির ছিলেন উপজেলা জামায়াতের পাথারিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রশিদ ।ইউনিয়ন সমাবেশে সভাপতিত্ব করেন পাথারিয়া বাজার ইউনিটের জামায়াতের সভাপতি সৈয়ফুল আলম শিপলু।সঞ্চালনা করেন পাথারিয়া বাজার ইউনিটের জামায়াতের সেক্রেটারি মোঃ মাছুম আহমেদ ।অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ ও কর্মীরা উপস্থিত ছিলেন।