মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে ভারপ্রাপ্ত(প্যানেল ইউপি চেয়ারম্যান-১)এর বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্থাবের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
বুধবার(১৫মে)দুপুরে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আব্দুস সাত্তার মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান মো.আব্দুছ ছাত্তার একটি লিখিত বক্তব্যে তুলে ধরেন বিগত ২০২৪র ৩রা সেপ্টেম্বর মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত ও পরিষদের দায়িত্বে থাকা ইউপি সদস্যগণ প্যানেলে আমাকে প্রস্তাবানুযায়ী চেয়ারম্যান(প্যানেল-১)হিসেবে দায়িত্ব প্রদান করেন।পরবর্তীতে ডিসেম্বরের ৪ তারিখে মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আমাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পনের জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন প্রেরণের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।সেই ধারাবাহিকতায় গত ২০ জানুয়ারি পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে।ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পর থেকে আমি পরিষদের যাবতীয় কাজ ইউপি সদস্যদের সাথে সমন্বয় করে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।
সম্প্রতি আমার ইউনিয়ন পরিষদের ক্ষমতা,অর্থলোভী ও স্বার্থান্বেষী ইউপি সদস্যদ্যের দুয়েকজন নিয়ম বহির্ভুতভাবে আমি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্তির ছয় মাস পূর্ণ হওয়ার পূর্বেই আমার বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে একটি লিখিত অনাস্থার প্রস্তাব দেন।মূলত আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে এই চক্রটি কাজ করে যাচ্ছে।
দাখিলকৃত অনাস্থার প্রস্থাবে তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উল্লেখ করেছেন তার একটিও সত্য নয়।অনাস্থার প্রস্থাবে আমার ব্যাপারে চক্রটি নিয়মিত অফিস না করার অভিযোগ তুলেছেন।অথচ দায়িত্ব পাওয়ার পরে আমি একদিনও অফিসে অনুপস্থিত থাকি নাই।আমার বিরুদ্ধে ইউপি সদস্যদের সাথে সমন্বয় না করার অভিযোগ তুলা হয়েছে।
মাসিক সমন্বয় সভার রেজুলেশন দেখলেই বুঝবেন তাদের সাথে আমি সমন্বয় করি কি’না?মূলত তাদের অনৈতিক প্রস্থাবে রাজি না হওয়ায় তারা আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঐচক্রটি।ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যাবলী আমি স্বচ্ছতার সাথে নিয়মিত পালন করে যাচ্ছি।আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। আমি এহেন সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে।সংবাদ সম্মেলনে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আহম্মদ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এর আগে গত ১২ মে মধ্যনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ এনে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ৮সদস্য স্বাক্ষরিত একটি অনাস্থার প্রস্থাব জমা দেন।
ঢাকা
,
শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










মধ্যনগর সদরে প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ
-
আশরাফ উদ্দিন হিল্লোল
- আপডেট সময় ০৬:৩৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- ৫১২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ