স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ গ্রামের পুলিশ সদস্য জুনাইদ আহমেদ আল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্র-পত্রিকায় অপপ্রচার করে বিভ্রান্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (২২শে মে) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুলিশ সদস্য আল আমিনের মা মোছা. হেলেনা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলেনা বেগম বলেন, আমি গনিগঞ্জ গ্রামের বাসিন্দা। আমার বাবার বাড়ি শিমুলবাঁক গ্রামে৷ আমার দুই ভাই জাহাঙ্গীর আলম ও শামছুল আলম প্রবাসে থাকেন। বাড়িতে আমার ব।য়োবৃদ্ধ মা মোছাঃ জোৎস্না বেগম ও আমার ভাইয়ের স্ত্রী বুশরা বেগম বসবাস করেন। আমার ভাই জাহাঙ্গীর আলম ও শামছুল আলমন্বয়ের সাথে শিমুলবাঁক গ্রামে তাদের প্রতিপক্ষ আমার চাচা আজাহার আলী ও তার ছেলে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিমুলবাঁক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ শাহীনুর রহমান শাহীন, আকিক মিয়া, মাসুদ মিয়া গংদের সাথে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়া দ্বন্দ্ব চলছিল।
তিনি বলেন, গত ১৪ মে বুধবার দুপুরে শিমুলবাক গ্রামে আজাহার আলী ও তার ছেলে বর্তমান ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, আকিক মিয়া, মাসুদ মিয়া গংরা আমার মা মা জোৎস্না বেগমের বৈশাখী ধানের খলায় থাকা ধান লুটপাট নিয়া যায়। এবং আমার মা ও বোনকে মারপিট করেন৷ এমন খবর পেয়ে আমি আমার ছেলে পুলিশ সদস্য আল আমিনকে শিমুলবাঁকে পাঠাই। সে শিমুলবাঁকে যাওয়া মাত্র আজহার আলী ও তার ছেলেরা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় বৈশাখী খলার আশপাশে অনেক লোকজন ছিল এবং তাদের মোবাইল উক্ত গালিগালাজের ভিডিও ধারণ করে আশপাশের লোকজন। একপর্যায়ে জুনাইদ প্রতিবাদ করে শিমুলবাক থেকে গণিগঞ্জ গ্রামে চলে আসে৷
তিনি আরও বলেন, এই মুহুর্তে আজহার আলী ও তার ছেলেরা আমার পরিবারের মানহানি ও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং আমার ছেলে পুলিশ সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছাড়ার মিথ্যা অপবাদ ও অপপ্রচার করছে। যা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক অপবাদ ও উদ্যেশ্য প্রনোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাই। সংবাদ সম্মেলনে পুলিশ সদস্য আল আমিনের পিতা ফখরুল ইসলাম, চাচাতো ভাই হোসাইন আহমদসহ শান্তিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।