স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী(ওয়াক্কাস গ্রুপ) ও কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেছেন, আমি আপনাদের সন্তান হিসেবে সেবা করা সুযোগ চাই। আমি চাই সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে। এই দাবী নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা রাজনীতি করি কবরের সঞ্চয়ের জন্য। যাতে মরে গেলেও মানুষ মনে রাখে। এটাই আমাদের সম্পদ। আমরা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করিনা। আল্লাহ অনেক দিয়েছেন। এখন বাকিজীবন মানুষের ভালোবাসা নিয়ে কাটাতে চাই। আমি নগন্য মানুষ। আমাকে আপনাদের ভালোবাসায় রাখবেন সেটাই প্রত্যাশা৷
রবিবার(২৫ মে) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারে সৈয়দ তালহা আলমের সমর্থনে পাথারিয়া ইউনিয়ন জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ছিল তখন কেউ কথা বলতে পারেন নি। কিন্তু আমরা কথা বলেছি। আমরা আন্দোলন করেছি। কিন্তু এখন অনেকে এসে নানা কথা বলবেন, আশা ভরসা দিবেন। এতদিন তাদের কোন খবর ছিল না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হতে পারি সবাইকে সাথে নিয়েই উন্নয়ন কাজ করবো। আমি আপনাদের সাথে আত্মার সম্পর্ক করতে চাই। যে সম্পর্ক সবসময়ই বজায় থাকে।
পাথারিয়া ইউনিয়ন জমিতের সভাপতি মাওলানা শফিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, পাথারিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী তারা মিয়া, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ ও জগন্নাথপুর উপজেলা জমিয়তের যুগ্ন সম্পাদক মাওলানা শাহীনুর রহমান শাহীন প্রমুখ৷
এসময় জেলা যুব জমিয়তের সভাপতি কবির আহমদ খান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহিদুর রহমান, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, পাথারিয়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামসহ ইউনিয়ন জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।