ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কলিম উদ্দিন আহমেদ মিলনের সুস্থতা কামনায় ছাতকের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল Logo দোয়ারাবাজারে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার Logo শান্তিগঞ্জে কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন Logo জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার Logo সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক কে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করে Logo দিরাইয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার Logo তুফানে উড়ে গেল ভূমিহীন পরিবারের ঘর,নেই মাথা গোঁজার ঠাঁই Logo দোয়ারাবাজারে ঘিলাতলী ব্রিজে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি।। দূর্ভোগ চরমে Logo জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা Logo সিলেটে ৪৮ বিজিবি কর্তৃক ২ কোটি ৫৫ লক্ষ টাকার চোরাই পণ্য আটক

গৃহকর্মীকে গরম পানি ঢেলে শরীর ঝলসে দেওয়া সেই নারী টাকার বিনিময়ে অভিযোগ নিষ্পত্তি করার চেষ্টা

কুমিল্লায় গৃহকর্মীকে নির্যাতন করে গরম পানি ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগে কারাগারে আছেন গৃহকর্ত্রী তাহমিনা তুহিন। গৃহকর্মীকে মারধরের পর গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার তাহমিনা তুহিনকে জামিন দেয়নি আদালত। ।সম্প্রতি তিনি ৫ লাখ টাকায় মামলাটি রফাদফার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে শিশু গৃহকর্মীর মামা ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলা করার আগে থেকেই টাকা দিয়ে তারা সমাধানের চেষ্টা করছেন। মামলার পরে আমাদের স্থানীয় নেতারা এসেছেন মিমাংসা করতে। প্রথমে এক লাখ টাকা দেবে বলেছেন। আমি রাজি না হওয়ায় পর্যায়ক্রমে পাঁচ লাখ পর্যন্ত প্রস্তাব এসেছে। প্রয়োজনে না খেয়ে থাকবো তারপরও এই নিষ্ঠুর অমানবিকতার দৃষ্টান্তমূলক বিচার চাই আদালতের কাছে।

ইব্রাহিম খলিল আরও বলেন, অধ্যক্ষ আবু তাহেরের মেয়ের বাচ্চাদের খেলার সঙ্গী হিসেবে আমার ভাগ্নিকে তারা নিয়েছিল। এরপর থেকে বাসার ছোটবড় সকল কাজ তাকে দিয়ে করিয়েছে। ঠিকমতো তাকে খাবার দিতো না। গত চার বছরে বহুবার চেষ্টা করেও ভাগ্নির সঙ্গে কথা বলতে পারিনি। তারা সবসম বলতো আপনাদের সঙ্গে কথা বললে সে কান্নাকাটি করবে।

‘ভাবতাম ভাগনি দূরে থেকেও ভালো আছে। কিন্তু সেদিন খবর পাই ভাগনি ভালো নেই। হাসপাতালে গিয়ে তার মুখে নির্যাতনের যে বর্ণনা শুনেছি তা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানায়। তার পুরো শরীরে দেখি দাগ আর দাগ।’

এর আগে ৩ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লা শহরতলীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এসআরটি প্যালেসের মালিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের বাড়ির গৃহকর্মীকে মারধর করেন তার স্ত্রী তাহমিনা তুহিন। পরে গরম পানি ঢেলে  তার শরীর ঝলসে দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় তাহমিনাকে কুমিল্লা কোতয়ালি থানা পুলিশ আটক করে।

পরে ৪ জানুয়ারি বিকেলে ভুক্তভোগী শিশুটির মামা ইব্রাহিম খলিল কোতয়ালি থানায় তাহমিনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্ত গৃহকর্ত্রীকে গ্রেফতার দেখিয়ে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

ওই মামলায় ৯ জানুয়ারি গ্রেফতার তাহমিনা তুহিনের জামিন নামঞ্জুর করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালত।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ মিন্টু বলেন, এ ঘটনায় তদন্ত এখনও চলমান রয়েছে। শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করা যাচ্ছে না।

রফাদফার বিষয় অস্বীকার করে ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের বলেন, মেয়েটি আমাদের আত্মীয়ের মধ্যে। তাকে মারধর করা হয়নি। সে পাপশে পা পিছলে পড়ে পায়ে একটু গরম পানি পড়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

কলিম উদ্দিন আহমেদ মিলনের সুস্থতা কামনায় ছাতকের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল

গৃহকর্মীকে গরম পানি ঢেলে শরীর ঝলসে দেওয়া সেই নারী টাকার বিনিময়ে অভিযোগ নিষ্পত্তি করার চেষ্টা

আপডেট সময় ১২:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩

কুমিল্লায় গৃহকর্মীকে নির্যাতন করে গরম পানি ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগে কারাগারে আছেন গৃহকর্ত্রী তাহমিনা তুহিন। গৃহকর্মীকে মারধরের পর গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার তাহমিনা তুহিনকে জামিন দেয়নি আদালত। ।সম্প্রতি তিনি ৫ লাখ টাকায় মামলাটি রফাদফার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে শিশু গৃহকর্মীর মামা ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলা করার আগে থেকেই টাকা দিয়ে তারা সমাধানের চেষ্টা করছেন। মামলার পরে আমাদের স্থানীয় নেতারা এসেছেন মিমাংসা করতে। প্রথমে এক লাখ টাকা দেবে বলেছেন। আমি রাজি না হওয়ায় পর্যায়ক্রমে পাঁচ লাখ পর্যন্ত প্রস্তাব এসেছে। প্রয়োজনে না খেয়ে থাকবো তারপরও এই নিষ্ঠুর অমানবিকতার দৃষ্টান্তমূলক বিচার চাই আদালতের কাছে।

ইব্রাহিম খলিল আরও বলেন, অধ্যক্ষ আবু তাহেরের মেয়ের বাচ্চাদের খেলার সঙ্গী হিসেবে আমার ভাগ্নিকে তারা নিয়েছিল। এরপর থেকে বাসার ছোটবড় সকল কাজ তাকে দিয়ে করিয়েছে। ঠিকমতো তাকে খাবার দিতো না। গত চার বছরে বহুবার চেষ্টা করেও ভাগ্নির সঙ্গে কথা বলতে পারিনি। তারা সবসম বলতো আপনাদের সঙ্গে কথা বললে সে কান্নাকাটি করবে।

‘ভাবতাম ভাগনি দূরে থেকেও ভালো আছে। কিন্তু সেদিন খবর পাই ভাগনি ভালো নেই। হাসপাতালে গিয়ে তার মুখে নির্যাতনের যে বর্ণনা শুনেছি তা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানায়। তার পুরো শরীরে দেখি দাগ আর দাগ।’

এর আগে ৩ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লা শহরতলীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এসআরটি প্যালেসের মালিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের বাড়ির গৃহকর্মীকে মারধর করেন তার স্ত্রী তাহমিনা তুহিন। পরে গরম পানি ঢেলে  তার শরীর ঝলসে দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় তাহমিনাকে কুমিল্লা কোতয়ালি থানা পুলিশ আটক করে।

পরে ৪ জানুয়ারি বিকেলে ভুক্তভোগী শিশুটির মামা ইব্রাহিম খলিল কোতয়ালি থানায় তাহমিনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্ত গৃহকর্ত্রীকে গ্রেফতার দেখিয়ে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

ওই মামলায় ৯ জানুয়ারি গ্রেফতার তাহমিনা তুহিনের জামিন নামঞ্জুর করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালত।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ মিন্টু বলেন, এ ঘটনায় তদন্ত এখনও চলমান রয়েছে। শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করা যাচ্ছে না।

রফাদফার বিষয় অস্বীকার করে ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের বলেন, মেয়েটি আমাদের আত্মীয়ের মধ্যে। তাকে মারধর করা হয়নি। সে পাপশে পা পিছলে পড়ে পায়ে একটু গরম পানি পড়েছে।