সরকারের চারটি পৃথক মন্ত্রণালয়ের চার মন্ত্রী সিলেট সফরে এসেছেন এখন। বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে তাঁরা সিলেটে তাদের এই অবস্থান। মন্ত্রীরা হলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে উপবন এক্সপ্রেসে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন। আজ শনিবার ভোরে তিনি সিলেটে এসে পৌঁছান। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে সুরমা নদীর ড্রেজিং কাজের উদ্বোধন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভবন ও অডিটোরিয়ামের উদ্বোধন, নারী উদ্যোক্তা মেলায় যোগদান এবং গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনুর্মিলনী অনুষ্ঠানে যোগদান। রাতে তিনি বিমানযোগে ঢাকায় ফিরবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বিমানযোগে আজ সকাল ৮টার দিকে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলাস্থ হাকালুকি হাওর পরিদর্শনে গেছেন তিনি। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও অডিটোরিয়ামের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান। এসব কর্মসূচি শেষে বিকাল ৪টায় বিমানযোগে তিনি ঢাকায় ফিরবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আজ সকাল ৮টার দিকে বিমানযোগে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ শীর্ষক কনফারেন্সে অংশগ্রহণ এবং নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন। আজ বিকালে বিমানযোগে তিনি ঢাকায় ফিরে যাবেন।গত বৃহস্পতিবার সিলেটে এসেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি মূলত তাঁর নির্বাচনী এলাকা সিলেট বিভাগের মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আজ শনিবার তিনি বড়লেখায় কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন।