সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২ ঘটিকার সময় সিলেটের দক্ষিণ সুরমার আহার রেস্টুরেন্ট হল রুমে কেক কেটে দৈনিক গণমুক্তি’র ৫০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ১ জনাব তৌফিক বকস লিপন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণমানুষের দৈনিক গণমুক্তি পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করছে বলেই আজ তারা ৫০ বছরে পা দিয়েছে। সত্যই পত্রিকাটি সাধারণ মানুষের মনের মণিকোঠায় যায়গা করে নিয়েছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তাদের অবস্থানকে সুদৃঢ় করছে ।
উক্ত অনুষ্ঠানে দৈনিক গণমুক্তির সিলেট জেলা প্রতিনিধি মোঃ সবুজ মিয়ার সভাপতিত্বে ও দৈনিক গণমুক্তির জালালাবাদ প্রতিনিধি তৌফিকুর রহমান হাবিবের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন – বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিলেট বিভাগীয় সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল করিম, বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফয়েজ আহমদ, সিলেট জেলা অটোটেম্পু / অটোরিক্সা চালক শ্রমিক জোট ২০৯৭ এর কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক গণমুক্তির বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি মোঃ রোহেল উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা অটোটেম্পু / অটোরিক্সা চালক শ্রমিক জোট ২০৯৭ এর সভাপতি আব্দুল আলীম ভাসানী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক সেবুল মিয়া, দৈনিক গণমুক্তির সদর প্রতিনিধি ফারজানা আক্তার, সিলেট স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আহমদ, ওসমানীনগর প্রতিনিধি সাজ্জাদ হোসাইন, দৈনিক সাবেক সদর প্রতিনিধি মোঃ সবুজ আহমদ, সাবেক ফটো সাংবাদিক রুবেল আহমদ, সাবেক দক্ষিণ সুরমা প্রতিনিধি জাহেদ আহমদ, অনলাইন নিউজ পোর্টাল সবুজপ্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ ইমন আহমদ, অনলাইন নিউজ পোর্টাল সবুজপ্রতিদিনের নিউজ এডিটর মোঃ লিমন আহমদ, ইরন আহমদ, শামীম মিয়া, মইনুল ইসলাম মেরু, ছায়েফ আহমদ, ফয়সল আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় দৈনিক গণমুক্তির পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপন দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে দৈনিক গণমুক্তির পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন