সুমন রহমান:
দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় আগামীকাল বুধবার (২২ মার্চ) সকাল ১০.৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ ধাপের শুভ উদ্বোধন করবেন। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে জমি বন্দোবস্ত প্রদানপূর্বক গৃহ প্রদান করবেন।
এই লক্ষ্যে দিরাই উপজেলা অফিস কর্তৃক আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সংম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, ভূমি এসিল্যান্ড জনি রায় এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উক্ত প্রেস বিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন জানান, আগামীকাল আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় দিরাই উপজেলার রাজানগর, রফিনগর, চরনারচর ও কুলঞ্জ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ৯৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে প্রদান করা হবে।
ইতোপূর্বে দিরাই উপজেলায় ৫৪৬ টি এবং ৭৫টি ঘর গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে এবং এপর্যায়ে আগামীকাল ৯৫টি ঘর হস্তান্তর করা হবে। এই ধারাবাহিকতায় দিরাই উপজেলায় সর্বমোট ৮৭৭টি ঘর হস্তান্তর করা হবে।