নেত্রকোনায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক বিজিবি সদস্য এবং ওই অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত বিজিবি সদস্যের নাম সুমন চৌহান। তিনি কাপতাই ৪১ বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বকুল চৌহানের ছেলে। নিহত সিএনজি চালকের নাম অসীম মিয়া। তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।আহতরা হলেন– মোফাজ্জল ও আব্দুল্লাহ আল মামুন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ থেকে একটি সিএনজি অটোরিকশা চার যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নেত্রকোনা সদর উপজেলার ঝাউসি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক বিজিবি সদস্যসহ দুই জন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা
,
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, বিজিবি সদস্যসহ নিহত ২
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- ৬৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ