র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খানজাহান আলী হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় তিন প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৮৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে জব্দ করা পলিথিন ধ্বংস করা হয়েছে। জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
খুলনায় তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার শহরের খানজাহান আলী হকার্স মার্কেটে এ অভিযান চালায় র্যাব ও পরিবেশ অধিদফতর।এ সময় তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। দোকান মালিক মো. লিমনকে (৩৮) ৩০ হাজার, মো. রনিকে (৩৬) ১৫ হাজার, এবং মো. রনিকে (৩৬) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।