বৃটনে বসবাসরত দিরাই-শাল্লার প্রবাসীদের সেবামূলক সংগঠন ’দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন’ প্রতিষ্ঠা লগ্ন থেকেই একের পর এক সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে যা সর্বোপরি প্রতিয়মান।
এরই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে দিরাই শাল্লার ৩১ টি মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বয়স্কদের কুর’আন শিক্ষার আসর চালু করা হয়েছে।
এই মহতি কার্যক্রম আগামী ২৭শে রমজান পর্যন্ত অব্যাহত থাকবে। ’দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর উক্ত মহতি কার্যক্রমে স্থানীয় উলামায়ে কেরামগণ তাদের ভূয়সী প্রসংসা করেন এবং মহান আল্লাহার দরবারে তাদের সুস্থ সুন্দর নেক হায়াত কামনা করেন।
আগ্রহী বয়স্ক শিক্ষার্থীগণ উল্লেখিত ৩১ টি মসজিদে ভর্তি হতে পারেন, মসজিদগুলো হলো-
১. ধনপুর পূর্ব হাটি জামে মসজিদ ২. নাছনী গুচ্ছ গ্রাম মসজিদ, ৩. চন্ডিপুর আউলিয়া পাড়া মসজিদ, ৪. মসজিদ উমর বিন খাত্তাব (রাঃ)জামে মসজিদ, আমিরপুর, তাড়ল, দিরাই, ৫. শরালীতোপা নয়াহাঠি মসজিদ, তাড়ল, দিরাই ৬. টুকচাঁনপুর ভরাউট জামে মসজিদ, কাদিরগন্জ, শাল্লা, ৭. শালিয়ারগাও জামে মসজিদ, কুলঞ্জ, দিরাই। ৮. মিলনগঞ্জ বাজার জামে মসজিদ, কুলঞ্জ, দিরাই। ৯. কালধর নূরানী জামে মসজিদ, জগদল, দিরাই, ১০. কাইমা মাঝের হাটি মসজিদ, ১১. বুরহানপুর জামে মসজিদ, ১২. নরুত্তমপুর দক্ষিন পাড়া জামে মসজিদ, ১৩. কেজাউরা জামে মসজিদ, ১৪. তলবাউসী পুরাতন জামে মসজিদ, ১৫. মাওলানা উবায়দুল্লাহ তাহমিদ, উলুকান্দী জামে মসজিদ, ১৬. মুফতী ইকরাম হুসেন, হরনগর নতুন পাড়া জামে মসজিদ, ১৭. ধীতপুর জামে মসজিদ, ১৮. গচিয়া কেজাউরা জামে মসজিদ, ১৯. নোওয়া খালের পার জামে মসজিদ, ২০. খেয়াঘাট মসজিদ চন্ডিপুর, দিরাই, ২১. শরিফপুর দক্ষিন পাড়া জামে মসজিদ, ২২. কালধর নূরানী জামে মসজিদ ২৩. ধাপকাই জামে মসজিদ,
২৪. সাকিতপুর ডালারপার জামে মসজিদ, ২৫. ভাঙ্গাডহর জামে মসজিদ, ২৬. কলিয়ার কাপন জামে মসজিদ, ২৭. দৌলতপুর মোকামবাড়ি মক্তব, আটগাও, শাল্লা, ২৮. উজানগাঁও দৈড়া হাটি মক্তব, আটগাঁও, শাল্লা, ২৯. দৌলতপুর মহিলা মক্তব, ৩০. ঘাগটিয়া নতুন মসজিদ, ৩১. তাড়ল জামে মসজিদ।
যাদের অর্থায়নে এই কার্যক্রম এগিয়ে যাচ্ছে সেই সকল ব্যক্তিরা হলেন-
ডক্টর সামছুল হক চৌধুরী, দৌলতপুর, ডক্টর মাসুক আহমেদ ( লুটন) হুসেন পুর, আজিজুল হক চৌধুরী কাইমা, আব্দুল হাই হাতিয়া, মুহিবুর রহমান বাবলু ধল, হাজী হারুন মিয়া দিরাই, মিজানুর রহমান তারাপাশা, রমিজ উদ্দিন তারাপাশা, ফয়সল চৌধুরী রাড়ইল, সোলেমান কবির ফুলু কলিয়ার কাপন, মোতাব্বির হোসেন জুনেদ দিরাই, শহীদুল ইসলাম নজরুল চন্ডিপুর, আতিকুর রহমান রুবেল সুজানগর, জিলাল মিয়া জগদল, কামরুল ইসলাম তাড়ল, শাহীন মিয়া ধল, আকতার হোসেইন মাতার গাও, ফয়সল আহমদ চন্ডিপুর।
যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন-
মাওলানা সোহেল আহমদ, মাওলানা ইশা আহমদ, মাওলানা আবিদুর রহমান, মাওলানা উমেদ আলী, জনাব আমির হোসেইন ( সাংবাদিক)
বিশস্ত সূত্রে জানা যায় যে , দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে কতৃক শাল্লা উপজেলায় বেশ কিছু অসহায় হত দরিদ্র পরিবারকে বসতঘর পুননির্মাণ করার কাজও শুরু হয়েছে।