এখনও চূড়ান্ত হয়নি ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের শুরুর দিনক্ষণ। এমনকি ভেন্যুও ঠিক করা হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এসব ব্যাপারে কিছুটা আঁচ দিয়েছে। জানা গেছে, বাংলাদেশে তাদের অধিকাংশ ম্যাচ খেলবে কলকাতা ও গুয়াহাটিতে।বিশেষ করে ভারত ও পাকিস্তানের ম্যাচ কোথায় হচ্ছে, তা নিয়ে জল্পনার শেষ নেই। সংবাদমাধ্যমটির দাবি, ২০১৬ সালের পর ভারতের মাটিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আইপিএল শেষ হওয়ার পরপর বড় অনুষ্ঠান করে বিশ্বকাপ সূচি ঘোষণা করবে বিসিসিআই, উঠে এসেছে এই প্রতিবেদনে। সবকিছু ঠিক থাকলে এই ইভেন্ট শুরু হবে ৫ অক্টোবর। ভেন্যুর সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে নাগপুর, বেঙ্গালুরু, ত্রিভানদ্রুম, মুম্বাই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, রাজকোট, ইন্দোর ও ধর্মশালাকে।এই ভেন্যুগুলোর মধ্যে থেকে সাতটি ভারতের লিগ ম্যাচগুলো আয়োজন করবে। আহমেদাবাদে হবে ফাইনাল। পাকিস্তান নিরাপত্তাজনিত কারণে বেশিরভাগ ম্যাচ খেলবে চেন্নাই ও বেঙ্গালুরুতে। কলকাতার ইডেন গার্ডেন্সকেও বিবেচনা করা হচ্ছে। একইভাবে বাংলাদেশ বেশিরভাগ ম্যাচ খেলবে কলকাতা ও গুয়াহাটিতে। বাংলাদেশ থেকে দূরত্ব কম হওয়ায় দর্শকদের যাতায়াত নির্বিঘ্ন রাখায় এই সিদ্ধান্ত।
ঢাকা
,
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










বিশ্বকাপে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ কলকাতা ও গুয়াহাটিতে
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- ৬২৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ