নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় গোলাম রাব্বী (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দিবাগত রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে পাঁচ জনের মৃত্যু হলো।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানান।এ ঘটনায় বর্তমানে দুজন চিকিৎসাধীন আছেন। তারা হলেন– মো. ইব্রাহিম (৩৫) ও মো. জুয়েল (৩৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।বিস্ফোরণের ঘটনায় শুক্রবার সকালে নিয়ন (২০) ও দুপুরে আলমগীর হোসেন (৩৫) নামে আরও দুজনের মৃত্যু হয়।গত বৃহস্পতিবার (৪ মে) দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াস (৩৫)।বৃহস্পতিবার বিকালে উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাত জন দগ্ধ হন। সাত জনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
ঢাকা
,
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- ৬৩১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ