ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে এসইডিপি প্রকল্পের উদ্যােগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ Logo শান্তিগঞ্জে আসন্ন ঝুলন যাত্রা সফল করতে প্রশাসন ও সব মহলের ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি Logo পশ্চিম বীরগাঁও বিএনপি কমিটিতে তোফায়েল ও জসীম, ফুলেল শুভেচ্ছায় বরণ Logo বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের নেতৃত্বে শান্তিগঞ্জে তৃণমূলের জাগরণ Logo পাথারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন মোঃ আক্কাস মিয়া Logo সেনাসদরে ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশগ্রহণকারীদের পরিদর্শন Logo দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত Logo পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠান মালা সম্পন্ন Logo সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত Logo সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণিতে মানবিক শাখায় ভর্তি চলছে

রিয়ালকে জিততে দেয়নি ম্যানসিটি

রিয়াল মাদ্রিদকে যেন পাহারা দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে গিয়েছিল স্প্যানিশ সমর্থকরা। শুরু থেকে পাশে ছিল তারা। কিন্তু মাঠের ১২তম খেলোয়াড় দর্শকদের চাপে ভেঙে পড়েনি ম্যানসিটি। ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখায় তারা। সিটিজেনরা ভালো খেললেও লিড নিয়েছিল রিয়ালই। শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা। মাদ্রিদে দুই গোল হলেও জেতেনি কোনও দল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ড্র হয়েছে ১-১ গোলে। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে শুরুতে আধিপত্য বিস্তার করলেও পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানচেস্টার সিটি। বিরতিতে যাওয়ার আগে ভিনিসিউসের গোলে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল তারা।বল দখলে রেখে প্রথমার্ধে বেশিরভাগ সময় দাপট দেখায় ম্যানচেস্টার সিটি। রিয়ালের ডিফেন্ডারদের ক্লান্ত করে ছেড়েছিল তারা। কেভিন ডি ব্রুইনা মাঝমাঠ থেকে শুরু করে আক্রমণভাগ পর্যন্ত ছিলেন দুর্দান্ত। বেলজিয়ান তারকা ১০ মিনিটে বক্সের প্রান্ত থেকে লক্ষ্যে শট নেন। নিচু শট বাঁদিকে ঝাঁপিয়ে রুখে দেন থিবো কোর্তোয়া।পাঁচ মিনিট পর রিয়াল কিপারকে আবারও পরীক্ষা দিতে হয়। ১৫তম মিনিটে রদ্রির শট ডানদিকে ডাইভ দিয়ে সেভ করেন কোর্তোয়া।ম্যানসিটি কিপার এডারসনের সতর্কতায় ১৯ মিনিটে বেনজেমা সুযোগ তৈরি করতে পারেননি। রদ্রিগোর বাড়ানো বল ফরাসি ফরোয়ার্ডের পায়ে পড়ার আগেই ধরে ফেলেন তিনি। সাত মিনিট পর দিয়াসের হস্তক্ষেপে রিয়াল এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। ভিনিসিউস সিটিজেনদের গোলপোস্টের দিকে বল বাড়ান। খালি জালের সামনে অপেক্ষায় থাকা বেনজেমার কাছে বল পৌঁছানোর আগেই দিয়াস ব্লক করেন।ভিনিসিউসের গোলে এগিয়ে গিয়েছিল রিয়ালরিয়াল ছন্দ খুঁজে পায় আধঘণ্টা পেরোতেই। ৩৬ মিনিটে কামাভিঙ্গার পাস থেকে বল নিয়ে ভিনিসিউস আক্রমণে যান। ২৪ গজ দূর থেকে রকেট গতির কোনাকুনি শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।প্রথম ৪৫ মিনিটে মাত্র ৩২ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল, লক্ষ্যেও নেয় একটি শট। তারপরও তারাই বিরতিতে যায় লিড নিয়ে।৫৫ মিনিটে ডি ব্রুইনাকে রুখে দেন কোর্তোয়া। বেলজিয়ান মিডফিল্ডারের পাস তার আঙুলে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর ইকে গুন্ডোগানের বাড়ানো বল পায়ে রেখে বক্সে ঢোকেন আর্লিং হাল্যান্ড। তার শট স্লাইড করে মাঠের বাইরে পাঠান ডেভিড আলাবা।রিয়াল ডিফেন্ডারের ভুল পাস থেকে বল পান রদ্রি। তিনি জ্যাক গ্রিলিশকে পাস দেন। ইংলিশ ফরোয়ার্ডের বাড়ানো বলে লক্ষ্যে শট নিতে গিয়েও নেননি ইকে গুন্ডোগান। পাস দেন ডি ব্রুইনাকে। ডান পায়ের জোরালো শটে গোলপোস্টের ডানদিক দিয়ে জাল কাঁপান তিনি। ৬৭ মিনিটে সমতা ফেরায় ম্যানসিটি।স্বাগতিকরা ম্যানসিটির বিরুদ্ধে দুইবার হ্যান্ডবলের আবেদনে রেফারির কাছ থেকে সাড়া পায়নি। প্রতিক্রিয়া দেখিয়ে হলুদ কার্ড দেখেন কোচ কার্লো আনচেলত্তি। ৭৮তম মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক থেকে বেনজেমার নিচু হেড দারুণভাবে সেভ করেন এডারসন। ইনজুরি টাইমের প্রথম মিনিটে শুয়ামেনিকে রুখে দেন সিটি কিপার। তাতে সমতায় শেষ হয় আগুন-বারুদের লড়াই।আগামী ১৭ মে ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালকে দিতে হবে অগ্নিপরীক্ষা। নিশ্চিতভাবে ঘরের মাঠে দাঁতভাঙা জবাব দিতে চাইবে সিটিজেনরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে এসইডিপি প্রকল্পের উদ্যােগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রিয়ালকে জিততে দেয়নি ম্যানসিটি

আপডেট সময় ১২:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

রিয়াল মাদ্রিদকে যেন পাহারা দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে গিয়েছিল স্প্যানিশ সমর্থকরা। শুরু থেকে পাশে ছিল তারা। কিন্তু মাঠের ১২তম খেলোয়াড় দর্শকদের চাপে ভেঙে পড়েনি ম্যানসিটি। ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখায় তারা। সিটিজেনরা ভালো খেললেও লিড নিয়েছিল রিয়ালই। শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা। মাদ্রিদে দুই গোল হলেও জেতেনি কোনও দল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ড্র হয়েছে ১-১ গোলে। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে শুরুতে আধিপত্য বিস্তার করলেও পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানচেস্টার সিটি। বিরতিতে যাওয়ার আগে ভিনিসিউসের গোলে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল তারা।বল দখলে রেখে প্রথমার্ধে বেশিরভাগ সময় দাপট দেখায় ম্যানচেস্টার সিটি। রিয়ালের ডিফেন্ডারদের ক্লান্ত করে ছেড়েছিল তারা। কেভিন ডি ব্রুইনা মাঝমাঠ থেকে শুরু করে আক্রমণভাগ পর্যন্ত ছিলেন দুর্দান্ত। বেলজিয়ান তারকা ১০ মিনিটে বক্সের প্রান্ত থেকে লক্ষ্যে শট নেন। নিচু শট বাঁদিকে ঝাঁপিয়ে রুখে দেন থিবো কোর্তোয়া।পাঁচ মিনিট পর রিয়াল কিপারকে আবারও পরীক্ষা দিতে হয়। ১৫তম মিনিটে রদ্রির শট ডানদিকে ডাইভ দিয়ে সেভ করেন কোর্তোয়া।ম্যানসিটি কিপার এডারসনের সতর্কতায় ১৯ মিনিটে বেনজেমা সুযোগ তৈরি করতে পারেননি। রদ্রিগোর বাড়ানো বল ফরাসি ফরোয়ার্ডের পায়ে পড়ার আগেই ধরে ফেলেন তিনি। সাত মিনিট পর দিয়াসের হস্তক্ষেপে রিয়াল এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। ভিনিসিউস সিটিজেনদের গোলপোস্টের দিকে বল বাড়ান। খালি জালের সামনে অপেক্ষায় থাকা বেনজেমার কাছে বল পৌঁছানোর আগেই দিয়াস ব্লক করেন।ভিনিসিউসের গোলে এগিয়ে গিয়েছিল রিয়ালরিয়াল ছন্দ খুঁজে পায় আধঘণ্টা পেরোতেই। ৩৬ মিনিটে কামাভিঙ্গার পাস থেকে বল নিয়ে ভিনিসিউস আক্রমণে যান। ২৪ গজ দূর থেকে রকেট গতির কোনাকুনি শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।প্রথম ৪৫ মিনিটে মাত্র ৩২ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল, লক্ষ্যেও নেয় একটি শট। তারপরও তারাই বিরতিতে যায় লিড নিয়ে।৫৫ মিনিটে ডি ব্রুইনাকে রুখে দেন কোর্তোয়া। বেলজিয়ান মিডফিল্ডারের পাস তার আঙুলে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর ইকে গুন্ডোগানের বাড়ানো বল পায়ে রেখে বক্সে ঢোকেন আর্লিং হাল্যান্ড। তার শট স্লাইড করে মাঠের বাইরে পাঠান ডেভিড আলাবা।রিয়াল ডিফেন্ডারের ভুল পাস থেকে বল পান রদ্রি। তিনি জ্যাক গ্রিলিশকে পাস দেন। ইংলিশ ফরোয়ার্ডের বাড়ানো বলে লক্ষ্যে শট নিতে গিয়েও নেননি ইকে গুন্ডোগান। পাস দেন ডি ব্রুইনাকে। ডান পায়ের জোরালো শটে গোলপোস্টের ডানদিক দিয়ে জাল কাঁপান তিনি। ৬৭ মিনিটে সমতা ফেরায় ম্যানসিটি।স্বাগতিকরা ম্যানসিটির বিরুদ্ধে দুইবার হ্যান্ডবলের আবেদনে রেফারির কাছ থেকে সাড়া পায়নি। প্রতিক্রিয়া দেখিয়ে হলুদ কার্ড দেখেন কোচ কার্লো আনচেলত্তি। ৭৮তম মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক থেকে বেনজেমার নিচু হেড দারুণভাবে সেভ করেন এডারসন। ইনজুরি টাইমের প্রথম মিনিটে শুয়ামেনিকে রুখে দেন সিটি কিপার। তাতে সমতায় শেষ হয় আগুন-বারুদের লড়াই।আগামী ১৭ মে ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালকে দিতে হবে অগ্নিপরীক্ষা। নিশ্চিতভাবে ঘরের মাঠে দাঁতভাঙা জবাব দিতে চাইবে সিটিজেনরা।