চাল, গম ও ধানসহ খাদ্যপণ্য আত্মসাতের অভিযোগে ফরিদপুরে ছানোয়ার হোসেন নামের এক খাদ্য কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৪ মে) দুপুরে ফরিদপুর শহরের জেলা মান নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বাংলা ট্রিবিউনকে জানান, চরভদ্রাসন গুদাম থেকে ১৯ হাজার ৯৫০ মেট্রিকটন খাদ্যশস্য আত্মসাত করেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক মো. ছানোয়ার হোসেন।তিনি বলেন, ‘ছানোয়ার হোসেন ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে চরভদ্রাসন থানার বিএডাঙ্গী গ্রামের চরভদ্রাসন খাদ্য গুদাম থেকে ১ হাজার ২৮৯ বস্তায় ৭৩ হাজার ৭৬৩ মেট্রিকটন চাল, ৬৭ বস্তায় ৩ হাজার ৩৭৪ মেট্রিকটন গম এবং ৪০০ বস্তায় ১৯ হাজার ৯৫০ মেট্রিকটন ধান আত্মসাত করেন।’এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন বিধিমালা (সংশোধিত), ২০১৯ এর বিধি ১০ (চ) মোতাবেক দন্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে ২০২০ সালের ১১ এপ্রিল মামলা দায়ের করেন।পরে মামলাটি তদন্ত করেন দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান আকন। বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামি মো. ছানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
ঢাকা
,
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ফরিদপুরে খাদ্য কর্মকর্তা গ্রেফতার
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- ৬০৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ