অস্ট্রেলিয়ার ৩১তম টেস্ট অধিনায়ক ব্রায়ান বুথ, ৮৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। ১৯৬১ থেকে ১৯৬৬ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ২৯ টেস্ট খেলেছেন। সেঞ্চুরি পাঁচটি এবং ষাটের দশকের শুরুতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ছিলেন আস্থার প্রতীক।শুধু ক্রিকেট নয়, হকিতেও পা পড়েছিল বুথের। ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে হকিতে দেশকে প্রতিনিধিত্ব করেন তিনি। তবে নাম কুড়ান ক্রিকেট দিয়ে, ৪২.২১ গড়ে মোট রান ১৭৭৩।১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম হোম টেস্টে সেঞ্চুরি করেন বুথ। মেলবোর্নে পরের ম্যাচেও এই মিডল অর্ডার ব্যাটারের ছিল সেঞ্চুরি।ঘরের মাঠে অ্যাশেজ ধরে রাখতে ওই সিরিজে ৫০.৫ গড় ছিল বুথের। পরে দক্ষিণ আফ্রিকায় আরও দুটি সেঞ্চুরিতে নিজের জাত চেনান। ১৯৬৪ সালে ইংল্যান্ডে আবারও অ্যাশেজ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৬৫-৬৬ অ্যাশেজ সিরিজ চলাকালে নিয়মিত অধিনায়ক বব সিম্পসনের অনুপস্থিতিতে নেতৃত্ব পান বুথ।স্ত্রী জুডি ও চার মেয়েকে রেখে চিরবিদায় নিলেন বুথ। ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেছেন। ৯৩ প্রথম শ্রেণির ম্যাচে ১১টি শতকে সাজানো ছিল তার ৫৫৭৭ রানের ক্যারিয়ার।ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘ক্রিকেট সম্প্রদায়ে ব্রায়ান ছিলেন অনেক সম্মানিত ও প্রশংসিত একজন। তার স্ত্রী জুডি এবং তার পরিবার ও বন্ধুদের প্রতি জানাই গভীর সমবেদনা। তার জীবন ছিল অসাধারণ এবং তার শূন্যতা আমরা খুব ভালোভাবে টের পাবো। ক্রিকেটে তার অবদান আমাদের জন্য অনুপ্রেরণা এবং সবসময় স্মরণীয় হয়ে থাকবে।’
ঢাকা
,
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










পরপারে অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক ব্রায়ান বুথ
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০২:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- ৬০৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ