বগুড়ায় বিক্রির উদ্দেশ্যে ১০০ গ্রাম হেরোইন হেফাজতে রাখায় মঞ্জুর হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন। রায় প্রদানের সময় আসামি উপস্থিত ছিলেন। আদালতের এপিপি নাছিমুল করিম হলি এ তথ্য দিয়েছেন।আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত মঞ্জুর চাঁপাইনবাবগঞ্জ সদরের আরামবাগ এলাকার আবদুল মান্নানের ছেলে। সে ২০১৬ সালের ১৪ মার্চ যাত্রীবাহী বাসে বগুড়ার দিকে আসছিল। বিকাল ৪টার দিকে বাসটি বগুড়ার কাহালু উপজেলার ডিপোইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় গোপনে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী মঞ্জুরকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মনিরুজ্জামান কাহালু থানায় মঞ্জুরের বিরুদ্ধে মামলা করেন। তাকে আলামতসহ থানায় সোপর্দ করা হয়। পরে আদালত থেকে জামিনে ছাড়া পায় সে। তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান ২০১৬ সালের ১ মে আদালতে একমাত্র আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।এপিপি নাছিমুল করিম হলি জানান, দীর্ঘ সাত বছর শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ১(খ) ধারায় আসামিকে এ দণ্ড দেন।আসামি পক্ষে অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু মামলা পরিচালনা করেন।
ঢাকা
,
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










হেরোইনসহ গ্রেফতার এক ব্যক্তির যাবজ্জীবন
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- ৫৯৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ