ভোট দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আজমত উল্লা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টার দিকে ৫৭নং ওয়ার্ডের টঙ্গীর আরিচপুর মসজিদ রোডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী। ভোট দিয়েই জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানান তিনি।আজমত উল্লা কেন্দ্র থেকে বের হওয়ার পর সাংবাদিকদের বলেন, নতুন ভোটার, যুবক ও নারীদের মধ্যে একটা উৎসাহ দেখা গেছে। ভোট সুষ্ঠু হচ্ছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন। আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।ফিঙার না মেলায় ভোট দিতে এসেও দিতে পারেননি আজমত উল্লার ভাই। এই বিষয়ে তিনি বলেন, তার একটু ঝামেলা হয়েছে। স্মার্ট কার্ড আনতে গেছে। সেটি আনলেই ভোট দিতে পারবে। একইসঙ্গে কোনও ভোটারের যদি আঙুল ম্যাচ না করে তাহলে স্মার্ট কার্ড দিয়ে তিনি ভোট দিতে পারবেন।কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে এই মেয়র প্রার্থী বলেন, একটি প্রমাণ দেখান যে, কাউকে বের করে দেওয়া হয়েছে। কেউ যদি এজেন্ট না দেন আমাদেরতো কিছু করার নেই।ইভিএমের ধীরগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আজমত উল্লা বলেন, কয়েক জায়গায় থেকে এমন অভিযোগ এসেছে। তবে নির্বাচন কমিশন ঠিক করে ফেলছে। আমি অনুরোধ করবো, যদি নির্দিষ্ট সময়ের পর ভোটার বাকি থেকে যায় তাহলে যেন সময় বাড়িয়েও ভোট নেওয়া হয়।
ঢাকা
,
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ভোট দিয়েই নৌকার প্রার্থী বললেন, ‘জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী’
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- ৫৭৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ