ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে সার্বিয়া

উত্তর কসোভোতে জাতিগত সার্বদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সম্প্রতি নির্বাচিত কর্মকর্তাদের আটকাতে শুক্রবার পৌর ভবনের প্রবেশপথে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ তাদের সেখান থেকে সরাতে গেলে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের প্রতিক্রিয়ায় সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক রাষ্ট্র পরিচালিত আরটিএস টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে জানান, তিনি সেনাবাহিনীকে ‘উচ্চতর সতর্ক অবস্থায়’ রেখেছেন।

সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মিলোস ভুসেভিচ বলেন, ‘কসোভো সীমান্তে সেনাদের জরুরি চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে কসোভোতে সার্ব সম্প্রদায়ের বিরুদ্ধে অন্যায় হয়েছে’।

অন্যদিকে বিবৃতিতে কসোভো পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের দিকে পাথর ছুঁড়ে মারলে তাদের পাঁচ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। চারটি পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে, যার মধ্যে একটিতে আগুন দেওয়া হয়েছে। ওই এলাকায় গোলাগুলির শব্দও শোনা গেছে।

২৩ এপ্রিলের আগাম নির্বাচনটি মূলত জাতিগত সার্বরা বয়কট করেছিল। সেখানে কেবল জাতিগত আলবেনিয়ান বা অন্যান্য ছোট সংখ্যালঘু প্রতিনিধিরা মেয়র পদে নির্বাচিত হয়েছিল।

সূত্র: আল জাজিরা 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে সার্বিয়া

আপডেট সময় ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

উত্তর কসোভোতে জাতিগত সার্বদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সম্প্রতি নির্বাচিত কর্মকর্তাদের আটকাতে শুক্রবার পৌর ভবনের প্রবেশপথে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ তাদের সেখান থেকে সরাতে গেলে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের প্রতিক্রিয়ায় সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক রাষ্ট্র পরিচালিত আরটিএস টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে জানান, তিনি সেনাবাহিনীকে ‘উচ্চতর সতর্ক অবস্থায়’ রেখেছেন।

সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মিলোস ভুসেভিচ বলেন, ‘কসোভো সীমান্তে সেনাদের জরুরি চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে কসোভোতে সার্ব সম্প্রদায়ের বিরুদ্ধে অন্যায় হয়েছে’।

অন্যদিকে বিবৃতিতে কসোভো পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের দিকে পাথর ছুঁড়ে মারলে তাদের পাঁচ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। চারটি পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে, যার মধ্যে একটিতে আগুন দেওয়া হয়েছে। ওই এলাকায় গোলাগুলির শব্দও শোনা গেছে।

২৩ এপ্রিলের আগাম নির্বাচনটি মূলত জাতিগত সার্বরা বয়কট করেছিল। সেখানে কেবল জাতিগত আলবেনিয়ান বা অন্যান্য ছোট সংখ্যালঘু প্রতিনিধিরা মেয়র পদে নির্বাচিত হয়েছিল।

সূত্র: আল জাজিরা