ঢাকা , মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo শান্তিগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়  Logo সুনামগঞ্জের জিল্লুর রহমান সহ ছয় অতিরিক্ত সচিবকে ওএসডি Logo দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে Logo ল্যাব সংস্কারের টাকা আত্মসা শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে শিক্ষার্থীদের বিক্ষোব! Logo শান্তিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo অনৈতিক প্রস্তাবে রাজি নয়, বিধবা কার্ড বাতিলের অভিযোগ Logo বিশ্বম্ভরপুর উপজেলায় সীমান্তিকের উদ্যাগে বিশ্ব গর্ভনিরোধ দিবস উদযাপন Logo সিলেটে পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার নিহত Logo পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃআলী নেওয়াজের ইন্তেকাল

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস

পশ্চিমবঙ্গে বেশ বড় দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। রবিবার (২৮ মে) সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবরা স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটিতে আগুন লেগে যায়। অবশ্য পরে স্থানীয় রেলওয়ে কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে মেরামত করে আবার সময় মতো ট্রেনটি কলকাতায় গিয়ে পৌঁছায়।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস কলকাতার দিকে ফিরছিল। সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবরা স্টেশনের কাছে হালকা ঝাঁকুনি অনুভব করেন ট্রেনে থাকা যাত্রীরা। এ সময় বন্ধন এক্সপ্রেসের চালক ট্রেনটিকে হাবরা স্টেশনে থামিয়ে দেন। এ সময় ট্রেনের বগির নিচ থেকে আগুনের ফুলকি ও কালো ধোঁয়াও বের হতে দেখা যায়। আসলে ট্রেনের পেছনে দিকে থাকা ব্রেক বাইন্ডিংয়ের ফলেই ধোঁয়া উঠছিল।

মিহিরচাঁদ রায় চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘দেখতে পেলাম ট্রেনটি আস্তে আস্তে হাবরা স্টেশনে এসে দাঁড়ালো। ট্রেনটির পেছনে যে ইঞ্জিন বগিটি রয়েছে, সেই বগির নিচ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছিল। পরে সেই আগুন নেভানো হয়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট ট্রেনটি হাবরা স্টেশনে দাঁড়িয়ে ছিল। পরে কলকাতার উদ্দেশে রওনা দেয়’।

পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, ‘রবিবার সন্ধ্যায় খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসে সামান্য সমস্যা দেখা দেয়। কামরার নিচ থেকে সামান্য ধোঁয়াও দেখা যায়। ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন হাবরা স্টেশনে। ট্রেনটির পিছনের দিকে ব্রেক বাইন্ডিং হয়েছিল। ফলে সামান্য আগুনের ফুলকি দেখা গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘রেলওয়ের কর্মীরা ট্রেনটির ব্রেক মেরামত করেছেন। ট্রেনটি ১০ মিনিট দাঁড়িয়ে থাকলেও নির্দিষ্ট সময়ে সেটি কলকাতায় পৌঁছায়’।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে ছিল বলে জানিয়েছেন পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস

আপডেট সময় ০২:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

পশ্চিমবঙ্গে বেশ বড় দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। রবিবার (২৮ মে) সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবরা স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটিতে আগুন লেগে যায়। অবশ্য পরে স্থানীয় রেলওয়ে কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে মেরামত করে আবার সময় মতো ট্রেনটি কলকাতায় গিয়ে পৌঁছায়।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস কলকাতার দিকে ফিরছিল। সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবরা স্টেশনের কাছে হালকা ঝাঁকুনি অনুভব করেন ট্রেনে থাকা যাত্রীরা। এ সময় বন্ধন এক্সপ্রেসের চালক ট্রেনটিকে হাবরা স্টেশনে থামিয়ে দেন। এ সময় ট্রেনের বগির নিচ থেকে আগুনের ফুলকি ও কালো ধোঁয়াও বের হতে দেখা যায়। আসলে ট্রেনের পেছনে দিকে থাকা ব্রেক বাইন্ডিংয়ের ফলেই ধোঁয়া উঠছিল।

মিহিরচাঁদ রায় চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘দেখতে পেলাম ট্রেনটি আস্তে আস্তে হাবরা স্টেশনে এসে দাঁড়ালো। ট্রেনটির পেছনে যে ইঞ্জিন বগিটি রয়েছে, সেই বগির নিচ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছিল। পরে সেই আগুন নেভানো হয়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট ট্রেনটি হাবরা স্টেশনে দাঁড়িয়ে ছিল। পরে কলকাতার উদ্দেশে রওনা দেয়’।

পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, ‘রবিবার সন্ধ্যায় খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসে সামান্য সমস্যা দেখা দেয়। কামরার নিচ থেকে সামান্য ধোঁয়াও দেখা যায়। ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন হাবরা স্টেশনে। ট্রেনটির পিছনের দিকে ব্রেক বাইন্ডিং হয়েছিল। ফলে সামান্য আগুনের ফুলকি দেখা গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘রেলওয়ের কর্মীরা ট্রেনটির ব্রেক মেরামত করেছেন। ট্রেনটি ১০ মিনিট দাঁড়িয়ে থাকলেও নির্দিষ্ট সময়ে সেটি কলকাতায় পৌঁছায়’।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে ছিল বলে জানিয়েছেন পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র।