গতকাল ২৮ মে ’গর্ভকালে চার বার সেবা নিশ্চিত করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এসএমসি ও ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় বেসরকারী সংস্থা সীমান্তিক নতুনদিন কর্তৃক জামালগঞ্জ উপজেলায় নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৩ উদযাপন করা হয় । দিবসটি উপলক্ষ্যে জামালগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মঈন উদ্দিন আলমগীরের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বস্থ্য কমপ্লেক্সে ফিরে আসে । র্যালী শেষে উপজেলার লম্বাবাক কমিউনিটি ক্লিনিকে আলোচনা সভায় মিলিত হয় । আলোচনা সভায় সীমান্তিক জেলা টিম লিডার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপজেলা সুপারভাইজার নাসরিন সুলতানা এর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ নমিতা রায় মেডিকেল অফিসার জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স.বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন আহসানআ লী স্যানেটারী ইন্সপেক্টর,হাবিবুর রহমান হেল্থ ইন্সপেক্টর ।
সভায় বক্তারা গর্ভকালীন সময়ে কি করনীয় বিশেষ করে চারটি চেকআপ,৫ টি বিপদচিহ্ন,প্রাতিষ্ঠানিক ডেলিভারীর উপর বিস্তারিত আলোচনা করেন । গর্ভকালীন সময়ে একজন মা যেনো কমপক্ষে চারবার চেকআপ করেন সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন । আলোচনা সভা শেষে ডাঃ নমিতা রায় উপস্থিত ১৯ জন গর্ভবতী মা কে সেবা প্রদান করেন ।
এছাড়া আলোচনা সভায় গর্ভবতী মা,তাদের
শাশুড়ী,সিএইচসিপি,জিএসএম ও সিএম খাদিজা আক্তার, রাজিয়া আক্তার উপস্থিত ছিলেন অনুরুপভাবে ছাতক, দিরাই ও বিশম্ভরপুর উপজেলায় এসএমসি ও ইউএসএআইডি এর আর্থিক সহযোগীতায় বেসরকারী সংস্থা
সীমান্তিক কর্তৃক নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৩ পালন করা হয় ।
এস/আর