ডাবল সেঞ্চুরি মেরে পরের বলেই আউট অলি পোপ। আর দেরি করেননি বেন স্টোকস। ৩৫২ রানের লিড নিয়ে শেষ সেশনের শুরুতে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। লর্ডসে পোপ ও বেন ডাকেটের রেকর্ডময় ইনিংসে নাস্তানাবুদ আয়ারল্যান্ড।
লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষে আধিপত্য ইংল্যান্ডের। দ্বিতীয় ইনিংসে ৬৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। সবগুলোই পেয়েছেন অভিষিক্ত ফাস্ট বোলার জশ টং। আর কোনও উইকেট না হারিয়ে ৯৭ রানে দিন শেষ করে সফরকারীরা। এখনও ২৫৫ রানে পিছিয়ে আইরিশরা।
১ উইকেটে ১৫২ রানে শুক্রবারের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ডাকেট ৬০ ও পোপ ২৯ রানে দিন শুরু করেন। লাঞ্চের পর এই জুটি ভাঙে ২৫২ রান তুলে। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পর লর্ডসে দ্রুততম ১৫০ রান করেন ডাকেট। ১৫০ বলে এই কীর্তি ছুঁতে পেছনে ফেলেন অস্ট্রেলিয়ান ব্যাটিং গ্রেট ডন ব্র্যাডম্যানকে। লাঞ্চের পর থামেন তিনি। ১৭৮ বলে ২৪ চার ও ১ চয়ে ১৮২ রান করেন ডাকেট।
ডাকেটের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন পোপ। ১২৬ বলে লর্ডসে নিজের প্রথম ও ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেন। জো রুটকে নিয়ে ১৪৬ রানের জুটি গড়েন তিনি। ৫৯ বলে ৫৬ রানে রুটকে অ্যান্ডি ম্যাকব্রাইন বোল্ড করেন।
চতুর্থ টেস্ট সেঞ্চুরিকে ডাবলে নেন পোপ
১৯৭ রানে চা বিরতিতে যান পোপ। এসেই ১৯৯-এ পৌঁছান। তারপর ব্যাজবল স্টাইলে পৌঁছান দুইশর ঘরে। ২০৭ বলে ইংল্যান্ডের মাটিতে দ্রুততম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ছক্কা মেরে। ২০৮ বলে ২০৫ রানে ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার হন পোপ। ৪ উইকেটে ৫২৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সপ্তম ওভারের প্রথম ও শেষ বলে টংয়ের শিকার পিটার মুর ও অ্যান্ডি বালবির্নি। ১৭তম ওভারে এই ফাস্ট বোলার তৃতীয় উইকেট তুলে নেন পল স্টার্লিংকে ফিরিয়ে। ওপেনার জেমস ম্যাককলাম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। হ্যারি টেক্টর ও লরকান টাকার ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন। টেক্টর ৩৩ ও টাকার ২১ রানে অপরাজিত।