তাসের ঘরের মতো ভারতের বিহারে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন এক হাজার ৭০০ কোটি রুপির একটি সেতু ধসে পড়েছে। রবিবার সন্ধ্যায় ভাগলপুর জেলার সঙ্গে খাগারিয়া জেলাকে সংযোগকারী আগুয়ানি-সুলতানগঞ্জ সেতুটি বিধ্বস্ত হয়। সেতুটি ছিল চার লেনের। এ ঘটনায় একজন নিরাপত্তারক্ষী নিখোঁজ রয়েছেন।
এমন বিপর্যয়ে বিজেপি সরকার ও বিরোধীদের মধ্যে কথার যুদ্ধ শুরু হয়েছে। বিহার সরকারের কর্তৃপক্ষ স্থানীয় মিডিয়াকে অভিযোগ করে জানিয়েছে, এটিতে ‘গুরুতর ত্রুটি’ ছিল।
সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতু ধসের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকটা মুভির দৃশ্যের মতো ধসে পড়ে পানিতে। এ সময় ঢেউ সৃষ্টি হয় বড় ধরনের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিবির প্রতিবেদনে জানা গেছে, সেতুটি নির্মাণে ১ হাজার ৭ কোটি রুপি খরচ হয়েছে।