ঢাকা , মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo শান্তিগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়  Logo সুনামগঞ্জের জিল্লুর রহমান সহ ছয় অতিরিক্ত সচিবকে ওএসডি Logo দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে Logo ল্যাব সংস্কারের টাকা আত্মসা শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে শিক্ষার্থীদের বিক্ষোব! Logo শান্তিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo অনৈতিক প্রস্তাবে রাজি নয়, বিধবা কার্ড বাতিলের অভিযোগ Logo বিশ্বম্ভরপুর উপজেলায় সীমান্তিকের উদ্যাগে বিশ্ব গর্ভনিরোধ দিবস উদযাপন Logo সিলেটে পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার নিহত Logo পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃআলী নেওয়াজের ইন্তেকাল

তারাকান্দা উপজেলা নির্বাচনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে চার শতাংশ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে চার শতাংশ। এই তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সকালে বৃষ্টি থাকার কারণে ভোটার উপস্থিতি একেবারেই কম। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত চার শতাংশ ভোট পড়েছে।

তিনি আরও জানান, ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হচ্ছে। আকাশের অবস্থা ভালো হলেই ভোটার উপস্থিতি বাড়বে। বেশ কিছু কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার খবর পেয়েছিলাম, কিন্তু সেই কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।

উপজেলার বকশিমুল সরকারি উচ্চবিদ্যালয়ের ভোট কেন্দ্রের ভোটার আবুল হাশেম বলেন, ‘নির্বাচনি প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ভয়ভীতি কাজ করছে। তবে বৃষ্টির কারণেও ভোটার সংখ্যা অনেকটা কম।’

তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুল হক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগর শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) নুরুজ্জামান সরকার বকুল, জাতীয় পার্টির প্রার্থী এম এ মাসুদ তালুকদার এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম মণ্ডল। ভাইস চেয়ারম্যান পদে তিন জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন লড়ছেন।

এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫৫০ এবং নারী ১ লাখ ২৬ হাজার ৪৫৪ জন। মোট ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তারাকান্দা উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২০০ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৭০টি।

এখানকার প্রিজাইডিং কর্মকর্তা মুসলিম উদ্দিন বলেন, ‘সকালে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম ছিল তবে আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। ইভিএমে ভোট হওয়ায় মহিলা ভোটাররা বিষয়টি বুঝতে না পারায় একটু বিলম্ব হচ্ছে।’

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ফজলুল হক বলেন, ‘বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম। তবে সময় যতো গড়াবে ভোটার উপস্থিতি বাড়বে।’

এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল মাস্টারের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

তারাকান্দা উপজেলা নির্বাচনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে চার শতাংশ

আপডেট সময় ১২:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে চার শতাংশ। এই তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সকালে বৃষ্টি থাকার কারণে ভোটার উপস্থিতি একেবারেই কম। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত চার শতাংশ ভোট পড়েছে।

তিনি আরও জানান, ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হচ্ছে। আকাশের অবস্থা ভালো হলেই ভোটার উপস্থিতি বাড়বে। বেশ কিছু কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার খবর পেয়েছিলাম, কিন্তু সেই কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।

উপজেলার বকশিমুল সরকারি উচ্চবিদ্যালয়ের ভোট কেন্দ্রের ভোটার আবুল হাশেম বলেন, ‘নির্বাচনি প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ভয়ভীতি কাজ করছে। তবে বৃষ্টির কারণেও ভোটার সংখ্যা অনেকটা কম।’

তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুল হক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগর শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) নুরুজ্জামান সরকার বকুল, জাতীয় পার্টির প্রার্থী এম এ মাসুদ তালুকদার এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম মণ্ডল। ভাইস চেয়ারম্যান পদে তিন জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন লড়ছেন।

এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫৫০ এবং নারী ১ লাখ ২৬ হাজার ৪৫৪ জন। মোট ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তারাকান্দা উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২০০ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৭০টি।

এখানকার প্রিজাইডিং কর্মকর্তা মুসলিম উদ্দিন বলেন, ‘সকালে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম ছিল তবে আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। ইভিএমে ভোট হওয়ায় মহিলা ভোটাররা বিষয়টি বুঝতে না পারায় একটু বিলম্ব হচ্ছে।’

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ফজলুল হক বলেন, ‘বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম। তবে সময় যতো গড়াবে ভোটার উপস্থিতি বাড়বে।’

এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল মাস্টারের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।