জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনও সময় দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে। আর বরাবরের মতো এবারও জাতীয় পার্টির রাজনৈতিক সিদ্ধান্তই হবে আগামী জাতীয় নির্বাচনের ট্রাম্পকার্ড। বিগত সময়ে জাতীয় পার্টিকে ছাড়া কোনও দল রাষ্ট্রক্ষমতায় যেতে পারেনি, আগামীতে পারবে না।’
বৃহস্পতিবার (১৫ জুন) নিজ নির্বাচনি এলাকা ঢাকা-৪ এর কদমতলী থানার বউবাজারে ৫৩ ও ৫৮ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক সভায় বাবলা এসব কথা বলেন।
বাবলা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করছেন, জাতীয় পার্টির লাখো নেতাকর্মীর পাশাপাশি দেশের আপামর জনসাধারণ সেই লড়াইয়ে জি.এম. কাদেরের সাথী হিসেবে রয়েছেন।’
৫৮ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সুলতানা আহমেদ লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসম্পৃক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে প্রমুখ। সভা পরিচালনা করেন ডি.কে. সমির।